হোম > রাজনীতি

তুলসি গ্যাবার্ডের বক্তব্য অসত্য ও দুরভিসন্ধিমূলক

ইসলামী আন্দোলন

স্টাফ রিপোর্টার

মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ডের বক্তব্যকে অসত্য ও দুরভিসন্ধিমূলক আখ্যায়িত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

মঙ্গলবার এক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, তুলসি গ্যাবার্ড বাংলাদেশ সম্পর্কে একগুচ্ছ মিথ্যা ও দুরভিসন্ধিমূলক বক্তব্য দিয়ে ভারতকে খুশি করার অপচেষ্টা করেছেন। অভ্যুত্থান পরবর্তীতে রাজনৈতিক কিছু হানাহানি হলেও তাতে যে সাম্প্রদায়িক কোন ইস্যু ছিলো না তা সারাবিশ্বে প্রতিষ্ঠিত সত্য। কিন্তু তিনি সাম্প্রদায়িকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ সম্পর্কে তার জ্ঞানের অপ্রতুলতার বহিঃপ্রকাশ করলেন। দায়িত্বে নতুন হওয়ায় তথ্যের অভাবের কারণেও এটা হতে পারে অথবা তার ভারতীয় শেকড়কে তুষ্ট করার প্রয়াসও হতে পারে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, সভ্যতায় বাংলাদেশের দীর্ঘ ইতিহাস রয়েছে। ইসলাম এই ভূখণ্ডে হাজার বছর ধরে মানুষের আনন্দ ও মুক্তির প্রেরণা হিসেবে কাজ করেছে। ইসলাম এখানে শান্তি ও সম্প্রিতির উৎস। পশ্চিম যে অর্থে ‘মৌলবাদ’ কে সংজ্ঞায়িত করে সেই অর্থে মৌলবাদ বাংলা অঞ্চলে কোন কালেই ছিলো না। ফলে তুলসি গ্যাবার্ড যা বলেছেন তা ইতিহাস সম্পর্কে তার জ্ঞানের সীমাবদ্ধতা নির্দেশ করে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বাংলাদেশ সবার সঙ্গে পারস্পরিক সহযোগিতামূলক মর্যাদাপূর্ণ সম্পর্কে বিশ্বাস করে। সমস্যা তৈরি হয় যখন কেউ বাংলাদেশের ওপরে প্রভূত্ব করতে চায় তখন। কারণ আমাদের রক্তে অন্যের প্রভুত্ব করার বিষয় নেই। ভারত-বাংলাদেশ সম্পর্কের বর্তমান অবনতির কারণ ভারতের শিষ্টাচার বহির্ভূত আচরণ। এখানে আমাদের তরফে কিছু করার নেই।

তিনি বলেন, বিশ্বরাজনীতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে নতুন করে বলার কিছু নেই। সাম্প্রতিক গাজায় যে অপরাধ করেছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র মিলে তার দায় ইতিহাসের কাছে শোধ করতে হবে। তারপরেও আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতাপূর্ণ সম্পর্ক চাই। তবে অবশ্যই তা হতে হবে সত্য, সন্মান ও মর্যাদার ভিত্তিতে।

তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন ৪৮ শতাংশ মানুষ

ফ্যাসিবাদের পথ চিরতরে বন্ধে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে

ধানের শীষে সিল মারুন, হ্যাঁ-এর পক্ষে রায় দিন

ধানের শীষে ভোট দিলে আ.লীগকে রাজনীতির সুযোগ দেবে তারেক রহমান

উন্নয়ন ও সার্বভৌমত্বের প্রশ্নে ধানের শীষের বিকল্প নাই: রবিন

এনসিপির ইশতেহার: সব প্রতিষ্ঠানে পিতৃত্বকালীন ১ মাস ছুটির অঙ্গীকার

দায়িত্ব পেলে চাঁদাবাজ, মাদক ব্যবসায়ীদের ঘুম হারাম করব

বিএনপির ২২ নেতাকর্মীর পদত্যাগ

বিএনপির নারী কর্মীরা জামায়াত-শিবিরের আক্রমণের শিকার হচ্ছে: রিজভী

ক্ষমতায় গেলে নোয়াখালীকে বিভাগ করার প্রতিশ্রুতি জামায়াতের