হোম > রাজনীতি

খালেদা জিয়ার কবর জিয়ারতে তৃতীয় দিনেও নেতাকর্মীদের ভিড়

স্টাফ রিপোর্টার

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতে তৃতীয় দিনেও নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে। ঢাকা, নাটোর, ঝালকাঠি, ফরিদপুরসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে নেতাকর্মীরা কবর জিয়ারতে আসছেন।

শুক্রবার জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে কবর জিয়ারত করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে সর্বদলীয় ছাত্র ঐক্য ও ডাকসুর ভিপি আমান উল্লাহ আমানসহ নেতাকর্মীরা, নাটোর-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ঢাকা-১৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সানজিদা ইসলাম তুলিসহ দেশের বিভিন্ন আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের নেতৃত্বে কবর জিয়ারত করেন নেতাকর্মীরা।

অপরদিকে সকাল থেকেই ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে পরিবার-পরিজন নিয়ে জনপ্রিয় এই নেত্রীর কবর জিয়ারত করতে আসছেন সাধারণ মানুষ।

সরেজমিনে দেখা যায়, সকাল সাড়ে ৭টা থেকেই স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীকে পরিণত হওয়া বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের ভিড় জমে জিয়া উদ্যানের সমাধিস্থলে। তীব্র শীত ও কুয়াশা উপেক্ষা করেই মানুষ কবর জিয়ারতে অংশ নিচ্ছেন।

উল্লেখ্য, দীর্ঘদিন অসুস্থতা নিয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। বুধবার মানিক মিয়া এভিনিউতে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই সমাহিত করা হয়।

বিচারবহির্ভূত ক্রসফায়ারের জনক শেখ মুজিব: রাশেদ প্রধান

জুমার পর অশ্রুসিক্ত নয়নে খালেদা জিয়ার জন্য দোয়া

তিন দিনের মধ্যে ব্যানার-পোস্টার সরাবে বিএনপি

শেখ মুজিবের নির্দেশে সিরাজ সিকদার হত্যা দিবস আজ

খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা

‘খালেদা জিয়ার মতো জুলুম-নির্যাতন সইব, কিন্তু এই মাটি ছেড়ে যাব না’

সম্পদের তথ্য জানালেন তারেক রহমান ও ডা. শফিকুর

নাহিদ ইসলামের হলফনামা নিয়ে কিছু বিভ্রান্তির ব্যাখ্যা দিল এনসিপি

জারার পর এনসিপি ছাড়লেন তার স্বামীও

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন, নেতৃত্বে নজরুল-রিজভী