হোম > রাজনীতি

রাজনৈতিক অনৈক্য, হাত গুটিয়ে আছে সরকার: মান্না

আলোচনা সভায় মান্না

স্টাফ রিপোর্টার

জাতীয় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ভোট হবে কি হবে না তাই মানুষ বুঝতে পারছে না। কারণ, বিএনপির সাথে জামায়াত বা এনসিপির মিলছে না অন্যকোন দলের সাথে। সরকার হাত গুটিয়ে বলছে রাজনৈতিক দলগুলো ঠিক করে আসুক। তাহলে আট মাস ধরে ঐকমত্য কমিশনে কি করা হলো?  এটা হচ্ছে আবারও দেশে অস্থিরতার প্রকাশ।

সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘গণতন্ত্রের প্রতীক শহিদ নূর হোসেন’ স্মরণে আলোচনা সভা ও যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জাতীয় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, মানুষের বাজারই যদি না থাকে, তাহলে ফরেন অফিসে বসে বসে জাতীয় ঐকমত্য করে কি করব?  বেকার মানুষের প্রতি দেশের দায়-দায়িত্ব নেই? নির্বাচন যদি মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে না পারে, তাহলে সেই নির্বাচন হলেই কি আর না হলেই কি।

আমরা যদি জনগণের ভোটে নির্বাচিত হতে পারি,  ইনকামহীন দরিদ্র ৬ কোটি মানুষকে এক হাজার টাকা করে দিব। বিদেশে প্রতি বছর এক লক্ষ কোটি টাকা পাচার হয়, সেখান থেকে মাত্র ৭২ হাজার কোটি টাকা মানুষকে দিব। দুর্নীতি দূর করার বাস্তব সম্মত বহু উপায় আছে। রাষ্ট্রের টাকা সরাসরি নাগরিকের কাছে যাবে। কোন মধ্যস্বত্তভোগী চেয়ারম্যান বা মেম্বারের কাছে যাবে না। সাধারণ মানুষ চেয়ারম্যান বা মেম্বারের পিছনে পিছনে ঘুরবে না।

নাগরিক ঐক্যের সভাপতি আরও বলেন,  আমরা বলি মৌলিক অধিকার। মৌলিক অধিকার হচ্ছে রাষ্ট্র যেই অধিকার স্বীকার করে। এই অধিকার রাষ্ট্র চাইলেই নিশ্চিত করতে পারে। সেই লোক বা দলকে ভোট দেন। যাদের আপনি বিশ্বাস করতে পারেন নির্বাচিত ব্যক্তি আপনার বন্ধু।

গণতন্ত্র নির্মাণের পথে এখনও ষড়যন্ত্র চলছে, তবে যতই ষড়যন্ত্র হোক কোনো কিছুতে কাজ হবে না। আসন্ন নির্বাচন কোনো পারিবারিক বা বড় নেতার নির্বাচন নয়, এ নির্বাচন গণতন্ত্রের নির্বাচন, জনগণের নির্বাচন।

বীর মুক্তিযোদ্ধা মেজর (অব:) আব্দুস সালাম বলেন, ২০০৮ সালে জাতীয় পার্টিতে ইচ্ছার বিরুদ্ধে যোগ দিয়েছিলাম।  এলাকার মানুষের কল্যাণের জন্য। দীর্ঘ ১৫ বছর জাতীয় পার্টিতে কেন্দ্রীয় কমিটিতে ভাইস চেয়ারম্যান ছিলাম। ২০২৩ সালে ভাইস চেয়ারম্যান পদে থাকা অবস্থায় পদত্যাগ করেছিলাম।

আগামী নির্বাচনে স্বতন্ত্র নির্বাচন করার ইচ্ছা রয়েছে। নাগরিক পার্টিতে যোগদানের জন্য সবচেয়ে বেশি ইম্প্রেস হয়েছি মাহমুদুর রহমান মান্না ভাইয়ের বক্তব্য শুনে। তাদের দেশ গড়ার ভীষণ দেখে। আমি নির্বাচন করব। দল থেকে হোক, জোট থেকে হোক অথবা স্বতন্ত্র, আমি নির্বাচন করবই।

যোগদান ও শহীদ নূর হোসেন দিবসের আলোচনা সভায় নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সারসহ বিভিন্ন পর্যায়েীর নেতাকর্মীরা বক্তব্য দেন।

বিএনপি-জামায়াতের বাইরে হবে সংস্কার জোট: নাসীরুদ্দীন

রাষ্ট্র কাঠামো থেকে ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলতে হবে: শিবির সভাপতি

‘বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন আর পতাকা বিক্রি করে দিও না’

রাজধানীতে আট দলের সমাবেশ কাল

রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান

আমার বাবাকে নিয়ে মিথ্যাচার করা হচ্ছে: মির্জা ফখরুল

‘আজ রাতেই কারফিউ দিয়ে ওদের শেষ করে দিন’

আ.লীগের মোকাবিলায় মাঠে থাকবে এনসিপি

পল্টনের জনসভা সফল করতে গোলাম পরওয়ারের আহ্বান

পল্টন মোড়ে ৮ দলের সমাবেশে থাকবেন শীর্ষ নেতারা: অধ্যক্ষ ইউনুস আহমাদ