হোম > রাজনীতি

বিএনপির অনেকের ফাঁসি হতো, বর্তমান উপদেষ্টাদের কিছুই হতো না: আব্দুস সালাম

হাসিনার পতন না হলে

সিলেট ব্যুরো

৫ আগস্ট যদি শেখ হাসিনা সরকারের পতন না ঘটত, তাহলে বিএনপির অনেক নেতাকে ফাঁসিতে ঝুলানো হতো। বর্তমান উপদেষ্টাদের কিছুই হতো না।

শনিবার বিকেলে সিলেটে এক দোয়া মাহফিল ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘৭৫ সালে শেখ মুজিবুর দেশটাকে ধ্বংস করে দিয়েছিলো। গত ১৭ বছরে এমন কোনো সেক্টর নেই যে শেখ হাসিনা ধ্বংস করে নাই।’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, ভারত বাংলাদেশের জাতশত্রু। রাতের আঁধারে সীমান্ত পেরিয়ে যাদের পুশইন করা হচ্ছে, তাদের মধ্যে ভারতের গোয়েন্দা সংস্থার লোক আছে কিনা, তা বর্তমান সরকারকে খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, যারা নির্বাচন পিছিয়ে দিতে চায়, তারা শেখ হাসিনাকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনতে চায়। ভারতের অ্যাজেন্ডা বাস্তবায়ন করতেই তারা সক্রিয়।

আব্দুস সালাম বলেছেন, জাতীয় নির্বাচনের বিলম্বিত করতে কিছু মহল কাজ করছে। প্রধান উপদেষ্টার প্রতি আহবান তাদের প্ররোচনায় বিভ্রান্ত না হয়ে দ্রুত নির্বাচন আয়োজন করুন।

বর্তমান সরকারের নির্বাচন পেছানোর পেছনেও ভারতীয় ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেন এই বিএনপি নেতা।

তিনি আরো বলেন, ‘৭৫ সালে শেখ মুজিবুর দেশটাকে ধ্বংস করে দিয়েছিলো। গত ১৭ বছরে এমন কোনো সেক্টর নেই যে শেখ হাসিনা ধ্বংস করে নাই।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, ড. এনামুল হক, এম এ মালেক প্রমুখ।

জাতীয় পার্টি গণভোটকে প্রত্যাখ্যান করবে

রাজনৈতিক হীনমন্যতা থেকে বিএমডিসিকে দিয়ে শোকজ: ডা. খালিদুজ্জামান

বাংলাদেশের বড় সমস্যাগুলোর অন্যতম হলো নীতিগত বিকৃতি

জোটে ১১ আসন পেলেও ৯ টিতে প্রার্থী প্রত্যাহার করেনি খেলাফত মজলিস

মাহমুদা মিতুর মনোনয়ন প্রত্যাহার, জামায়াতকে সমর্থনের ঘোষণা

মিরপুরে জামায়াতের নেতাকর্মীদের ওপর বিএনপির হামলা

বিএনপি মানুষকে যে জবান দেয় তা রক্ষা করে

যে কারণে নির্বাচনে জিততে পারে বিএনপি

পাঁচ নেতাকে সুখবর দিল বিএনপি

ক্ষমতায় গেলে দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ঘোষণা জামায়াতের