বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেছেন, সারাদেশে ধানের শীষের পক্ষে ব্যাপক জনসমর্থন তৈরি হয়েছে। এই জোয়ার দেখে অনেকে হতচকিত হয়ে আবোলতাবোল প্রলাপ বকছে।
রোববার রাজধানীর নিউমার্কেট থানা যুবদলের উদ্যোগে ঢাকা-১০ আসনে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানে জনগণকে উদ্বুদ্ধ করতে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
গণসংযোগে ব্যারিস্টার অসীম বলেন, সংস্কার প্রশ্নে বিএনপিকে নিয়ে উদ্দেশ্যমূলক মিথ্যাচার করা হচ্ছে। বিএনপিই একমাত্র দল, যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের রক্তচক্ষু উপেক্ষা করে সবার আগে সংস্কারের দাবি তোলে।
জনগণ আজ ধানের শীষের পক্ষে যেভাবে দাঁড়াচ্ছে, তাতে অনেক মহল অস্বস্তিতে পড়ে ভিত্তিহীন বক্তব্য দিচ্ছে।
তিনি আরও বলেন, বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সহ রাষ্ট্রের সব খাতেই গণমুখী কর্মসূচি গ্রহণ করবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিটি নেতাকর্মীকে মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হবে এবং সুখে-দুঃখে জনগণের পাশে থাকতে হবে।
গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।