সদস্য সম্মেলনে জামায়াত সেক্রেটারি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জাতি কোন মিথ্যাচার বিশ্বাস করবে না। রাজনীতির ইতিহাসে এটা একটা মহাসত্য। ছাত্রশিবিরের এই আদর্শবাদী আন্দোলনকে যখন একদল শক্তি যুক্তি দিয়ে, আদর্শ দিয়ে মোকাবেলা করতে ব্যর্থ হয়, তখন মিথ্যাচার আর অপপ্রচারের অন্ধকারের পথ তারা বেছে নেয়।
আধিপত্যবাদ বিরোধী শক্তিকে থামিয়ে দিতে চায়। তারা জানে না সন্ত্রাসী দিয়ে ইসলামি ছাত্র শিবিরকে থামানো যাবে না।
শুক্রবার রাজধানীর চীন-মৈত্রী সন্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সন্মেলন-২০২৫ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জামায়াত সেক্রেটারী বলেন, ইসলামী ছাত্রশিবির হল দুঃসাহসী নির্ভিক বিজয়ী বীর। অনেক আত্মত্যাগ, অনেক শাহাদাতের রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে এসে পৌঁছেছি। একটা কালো যুগ আমাদের পেছনে ফেলে আসছি। ঠিক যে সময়ে জাতিকে ঐক্যবদ্ধ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। ঠিক সেই সময় আবার একটি চক্র, একটি ষড়যন্ত্র দেখতে পাচ্ছি।
তিনি বলেন, ইসলামী ছাত্রশিবির তথা আধিপত্যবাদ বিরোধী ইসলামী জনতার সংগ্রামকে ঠেকাবার জন্য সন্ত্রাস দিয়ে যখন তারা পারেনি, তখন তারা মিথ্যাচার অপপ্রচার নানান প্রযুক্তি দিয়ে জাতিকে বিভ্রান্ত করে আমাদেরকে আবার সেই পেছনে ঢেলে দিতে চায়।
জামায়াতের এই সেক্রেটারি বলেন, তারা ইসলামী ছাত্রশিবিরকে স্বাধীনতা বিরোধী বলেছে, রগকাট বলেছে, গুপ্ত বলেছে। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর সত্য উদ্ভাষিত হয়েছে। চারটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করে প্রমাণ করেছে তোমাদের সব অসত্য এবং মিথ্যা কথায় শিক্ষার্থীরা বিভ্রান্ত হয়নি।
ছাত্রশিবিরের সঙ্গে গোটা জাতি আছে উল্লেখ করে তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার জন্য ইসলামী ছাত্রশিবিরের এই যাত্রার পেছনে গোটা জাতি তাদেরকে সাহায্য করবে। ইসলামি ছাত্র শিবিত সেই প্রাণ, সেই সত্ত্বা তারা দুনিয়াকে আখেরাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছে। তারা দ্বীনের জন্য জীবনকে বিলিয়ে দিতে পারে। তারা দুনিয়ার স্বার্থ সম্পদ গাড়ি বাড়ি সম্মান বিক্রি করে দিয়েছে, দুনিয়ায় তাদের দাবিয়ে রাখা যাবে না।
জামায়াতের এই সেক্রেটারি বলেন, যারা আল্লাহকে পাওয়ার জন্য জীবন বিলিয়ে দেয়, তাদেরমে খুন, ফাঁসি, রিমান্ড, আয়নাগার এবং ক্রসফায়ার দিয়ে দমিয়ে রাখা যাবে না। নতুন বছরে শিবিরের জীবনে এক নতুন প্রভাত, নতুন সূর্যের উদয় হোক। সাথে সাথে বাংলার জমিনে একটি নতুন বাংলাদেশের সূর্য উদিত হবে। আজকের এই সম্মেলনের এই বার্তা সারা দেশ এবং দুনিয়ায় ছড়িয়ে পড়ুক।