হোম > রাজনীতি > বিএনপি

কবর জিয়ারতের মধ্য দিয়ে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ’-এর যাত্রা

স্টাফ রিপোর্টার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ’।

বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের জিয়াউদ্যানে বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনটির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির নেতারা। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতেও পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংগঠনটির প্রধান উপদেষ্টা বেগম সেলিমা রহমান।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া একজন অবিসংবাদিত নেতা ছিলেন। এ দেশের মাটি ও মানুষের সঙ্গে তার নিবিড় সম্পর্ক ছিল। তার মৃত্যুর পর জানাজায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি প্রমাণ করে—এ দেশের মানুষ তাকে কতটা ভালোবাসে।

তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করবে—এমন প্রত্যাশাও তিনি ব্যক্ত করেন।

শ্রদ্ধা নিবেদনকালে আরও উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, সদস্য সচিব সাইফ মাহমুদ জুয়েল, মুখ্য সমন্বয়ক ও সংগঠক ড. কাজী মনিরুজ্জামান মনির, যুগ্ম আহ্বায়ক ডা. এবি সিদ্দিক হাওলাদার, ড. এ এস এম রহমান হালিম তনু, জাহাঙ্গীর আলম, জেএম আনিসুর রহমান, টি এম জহিরুল হক তুহিন, ডা. নাজলিন আহমেদ, ডা. জোনায়েদ পাটোয়ারী, মিসেস রত্না রহমান, মোহাম্মদ শামীম মিয়া, ডা. আমজাদ হোসেন, মিসেস নিপা আক্তার, মিসেস কাবেরী বেগম, বীর মুক্তিযোদ্ধা বাদশা ভাসানী, সোলায়মান তালুকদার, মো. সোলায়মান হাওলাদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আমাকে নিয়ে যাতে অহংকার করতে পারেন সেই দোয়া করবেন

১২ তারিখের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

১৯ বছর পর বগুড়ায় জনসভায় তারেক রহমান

পডকাস্টে ফ্যামিলি কার্ডের বিস্তারিত তুলে ধরলেন তারেক রহমান

২৭ নেতাকে সব পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি

শহীদদের সম্মানে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানালেন হাবিবুর

অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান আমিনুলের

সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে

আমরা ক্ষমতায় গেলে রাজশাহীতে পদ্মা ব্যারাজ নির্মাণ করব

রাজশাহীর সমাবেশস্থলে তারেক রহমান