হোম > খেলা

২২ বছর পর ভারতকে হারালো বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

ফুটবলে ভারতকে হারিয়েছে বাংলাদেশ। ১১ মিনিটে মোরছালিনের করা গোলের সুবাদে ১-০ গোলেই এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে জিতেছে বাংলাদেশ। ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের পর, মানে ২২ বছর এই প্রথম ভারতকে হারালো লাল-সবুজের প্রতিনিধিরা। আর ২০২৭ এশিয়ান কাপের বাছাইপর্বে পঞ্চম ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ।

আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ জিতল টানা পাঁচ ম্যাচ পর। আজকের আগে সর্বশেষ গত জুনে প্রীতি ম্যাচে ভুটানকে ২-০ গোলে ধরাশায়ী করেছিল বাংলাদেশ।

বাছাইপর্বে পাঁচ ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে বাংলাদেশ। আগামী মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে হামজা-জামালরা।

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ ও ভারতের নিয়মরক্ষার ম্যাচে হলেও দশর্কে পরিপূর্ণ ছিল জাতীয় স্টেডিয়াম। এই দুদলের খেলা মানেই যে বাড়তি উন্মাদনা, আজ সেটি আবারও দেখা গেল। বাড়তি ঝাঁঝ ছড়িয়েছে বাংলাদেশ-ভারত ম্যাচটি। উত্তাপ-উত্তেজনায় ঠাসা ম্যাচের শুরুতেই স্বাগতিক দর্শকদের মুখে হাসি ফুটালেন হামজা, মোরসালিনরা। ১১ মিনিটেই অসাধারণ এক গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

মধ্যমাঠে বল পেয়ে বাম প্রান্ত দিয়ে একাই আক্রমণে যান রাকিব হোসেন। বক্সের কিছুটা বাইরে থেকে শেখ মোরসালিনকে পাস দেন এই ফরোয়ার্ড। অসাধারণ ফিনিশিংয়ে গোল করেন মোরসালিন। তার নেওয়া শটে বল আটকাতে পারেননি ভারত গোলরক্ষক সান্ধু। উল্লাসে-উচ্ছ্বাসে মেতে উঠে পুরো স্টেডিয়াম। সেই আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ে সবার মাঝে। ১-০ গোলে এগিয়ে থাকার আনন্দ নিয়েই প্রথমার্ধ শেষে বিরতিতে যায় বাংলাদেশ।

ভারতের বিপক্ষে ম্যাচে এগিয়ে যাওয়ার পর গোল হজম করতে পারত বাংলাদেশ। ৩০ মিনিটে চাঙ্গের নেওয়া শটে গোলবঞ্চিত হয় ভারতীয়রা। এ সময় বাংলাদেশের ত্রাতা হয়ে এলেন হামজা। গোলমুখ থেকে দুর্দান্ত এক হেডে বল ক্লিয়ার করে বাংলাদেশকে বাঁচিয়ে দেন এই তারকা মিডফিল্ডার। এরপর বেশ কয়েকবার কর্নার পায় ভারত। তবে গোল পায়নি তারা। ৩৭ মিনিটে ভারতের পাওয়া কর্নারে বিপদ হতে পারত। তবে রাকিবের হেডে রক্ষা পায় বাংলাদেশ। প্রথমার্ধে দুদলের আক্রমণ ও পাল্টা আক্রমণ ছাড়াও ৩৪ মিনিটে দুদলের খেলোয়াড়ের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিক্রম ও তপুকে ঘিরে উত্তেজনা তৈরি হয়। এ সময় হলুদ কার্ড দেখেন তপু ও ভারতের অধিনায়ক সন্দেশ। ৪৩ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছিল বাংলাদেশের। বক্সের বাইরে থেকে হামজা চৌধুরীর বাঁ পায়ের নেওয়া বুলেট গতির শটে ভারতের পোস্ট ঘেঁষে চলে যায়। খেলার তিন মিনিটে প্রথম আক্রমণে যায় বাংলাদেশ। জায়ানের থ্রো পাস ধরে আক্রমণে যায় তারা। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি আক্রমণভাগের খেলোয়াড়রা। দুর্বল শটে বল গ্ল্যাভসবন্দি করেন ভারত গোলরক্ষক গুরকিরাত সিং সান্ধু।

অন্যদিকে, প্রথমার্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন ডিফেন্ডার তারিক কাজী। ২৮ মিনিটে এই ফিনল্যান্ড প্রবাসীর জায়গায় বদলি হিসেবে মাঠে নামেন শাকিল তপু। ভারতের বিপক্ষে ৪-৩-৩ ফরমেশনে প্রথম একাদশ সাজান বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। শুরুর একাদশে জায়গায় হয়নি জামাল ভূঁইয়ার। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেললেন শমিত সোম।

নারী উইংয়ের দায়িত্বে রুবাবা দৌলা

মিরাজ-শান্ত-সাইফ বাংলাদেশের তিন সহ-অধিনায়ক

নারী ক্রিকেটারদের ভারত সফর স্থগিত

ফুটবলের বিস্ময় সোহানের স্বপ্ন পূরণ

প্রথমার্ধ শেষে বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে

জার্মানিকে হারিয়ে দ্বিতীয় জয় বাংলাদেশের

নেইমারের সময় ‘ছয় মাস’

জাতীয় স্টেডিয়ামে বাড়তি নিরাপত্তা, নেমেছে দর্শকের ঢল

মুশফিককে নিয়ে যা বললেন সিমন্স

বিশ্বকাপের টিকিট পেল জার্মানি-নেদারল্যান্ডস