হোম > খেলা

ব্যালন ডি’অর জেতার স্বপ্ন নেই ভিনিসিয়াসের

স্পোর্টস ডেস্ক

যেকোনো ফুটবলারের জন্যই ব্যালন ডি’অর জেতা স্বপ্নের মতো। বড় বড় তারকারাও ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের এই মর্যাদাপূর্ণ পুরস্কার জেতার জন্য মুখিয়ে থাকেন। এদিক থেকে ব্যতিক্রম ভিনিসিয়াস জুনিয়র। ব্রাজিলের এই তারকা উইঙ্গার জানালেন, ব্যালন ডি’অর জেতার স্বপ্ন দেখেন না তিনি।

স্বপ্ন না দেখলেও ব্যালন ডি’অর জেতার খুব কাছ থেকে ঘুরে এসেছেন ভিনিসিয়াস। গত মৌসুমে এই পুরস্কার জেতার দৌঁড়ে এগিয়ে ছিলেন রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের প্রাণ। দারুণ একটি মৌসুম পার করায় ভিনিসিয়াসের হাতেই উঠবে ব্যালন ডি’অর, সেটা একরকম নিশ্চিত ছিল।

যদিও শেষ মুহূর্তে এসে দৃশ্যপট বদলে যায়। ব্যালন ডি’অর জেতেন ম্যানসিটির স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি। বিষয়টি নিয়ে টানা কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া সমালোচনা হয়। ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন ভিনিসিয়াস ভক্তরা।

ভিনিসিয়াস বলেন, `মানুষ তাদের ইচ্ছা অনুযায়ী ভোট দেয়। আমারও নিজস্ব মতামত আছে। আমি কখনই ব্যালন ডি'অর জেতার স্বপ্ন দেখিনি। কিন্তু আপনি যখন এই পুরস্কারের কাছাকাছি চলে যান, তখন আপনি আত্মবিশ্বাস অর্জন করেন। আমার এখনও ব্যালন ডি’অর জেতার সুযোগ আছে। আমি ইতিমধ্যে দুবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছি এবং আমি আরও অনেক কিছু অর্জন করতে চাই।’

ব্যালন ডি’অর পাচ্ছেন না, এটা শোনার পর প্যারিসে ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির হননি ভিনিসিয়াস। মূলত রিয়াল মাদ্রিদের নিষেধের কারণে ব্যালন ডি’অর অনুষ্ঠান বয়কট করেন তিনি।

এই প্রসঙ্গে ভিনিসিয়াস বলেন, ‘‘অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত কে নিয়েছে? ক্লাব আমাকে যা করতে বলে আমি তাই করি। ক্লাব থেকে আমাকে মাদ্রিদে থাকার কথা বলা হয়েছিল। আমি শান্তভাবে সে সিদ্ধান্ত মেনে নিয়েছি।’

মেসি-কাণ্ডে অব্যাহতি চাইলেন কলকাতার ক্রীড়ামন্ত্রী

নারীদের বর্ষসেরা সাবালেঙ্কা

অবৈধ বোর্ড, পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবি সংগঠকদের

সিরিজ ফয়সালার লড়াইয়ে নামছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড

যুব বিশ্বকাপের খেলা দেখবেন টিভিতে

১০ ম্যাচের মধ্যে হলো মোটে তিন ম্যাচ!

দুই বিমারে শেষ শাহিনের ওভার!

মেক্সিকো-দক্ষিণ কোরিয়ার ও দক্ষিণ আফ্রিকার লড়াই

পেছাল কিংস-মোহামেডান ম্যাচ

নেপালকে উড়িয়ে সেমির পথে যুবারা