হোম > খেলা

নামিবিয়ার কাছে হারল জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক

বুলাওয়েতে জ্যান ফ্রাইলিঙ্কের ৭৭ রানের জবাবে শন উইলিয়ামসও খেললেন সমান ৭৭ রানের ইনিংস। কিন্তু শেষ হাসি হাসলেন ফ্রাইলিঙ্ক। কেননা তৃতীয় টি-টোয়েন্টিতে তার দল নামিবিয়া ২৮ রানে হারিয়েছে জিম্বাবুয়েকে।

এ জয়ে হোয়াইটওয়াশ এডাল তারা। এ ম্যাচ হারলেও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে জিম্বাবুয়ে। শুরুতে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২০৪ রানের স্কোর গড়ে নামিবিয়া। আইসিসির পূর্ণ সদস্য দেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে তাদের সর্বোচ্চ রান তোলার রেকর্ড এটি।

লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়ে গুটিয়ে গেছে ১৭৬ রানে। ম্যাচে ১৩ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন ফ্রাইলিঙ্ক। আইসিসির পূর্ণ সদস্য দেশের বিপক্ষে সহযোগী দেশের কোনো ব্যাটসম্যানের টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির রেকর্ড এটি।

সংক্ষিপ্ত স্কোর:

নামিবিয়া: ২০৪/৭, ২০ ওভার (ফ্রাইলিঙ্ক ৭৭, স্টিনক্যাম্প ১৪, এরাসমাস ১৪, গ্রিন ১৭, ট্রাম্পলমান ৪৬, বাসিং-ভলশেঙ্ক ২০; মাসাকাদজা ১/২৮, মুজারাবানি ১/৪৮, মাপোসা ১/৩৯ ও রাজা ৩/২৫)।

জিম্বাবুয়ে: ১৭৬/১০, ১৯.৫ ওভার (উইলিয়ামস ৭৭, বার্ল ৩২, মুসেকিওয়া ১৩; এরাসমাস ২!৩৯, স্মিট ৪/২৯ ও ট্রাম্পলমান ২/৩৯)।

ফল: নামিবিয়া ২৮ রানে জয়ী।

ম্যাচসেরা: জ্যান ফ্রাইলিঙ্ক।

সিরিজ: তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জয়ী জিম্বাবুয়ে।

বিপিএল শেষ পারিশ্রমিক বাকি

শিরোপা নয়, খেলোয়াড়ের খোঁজে কোচ বাটলার

টিভির পর্দায় পাকিস্তান-অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-টোয়েন্টিসহ আরও যত খেলা

বাংলাদেশকে বাদ দেওয়া বুচারের চোখে ‘নজিরবিহীন’

শনিবার থেকে মাঠে গড়াবে এনডিইউবি ক্রিকেট লীগ

বুলবুলের নামে ফিক্সিং তদন্তের দাবি মিথ্যা : অ্যালেক্স মার্শাল

ফাইনালে আলকারাজের মুখোমুখি জোকোভিচ

ফের রিয়াল-বেনফিকা লড়াই, পিএসজির সামনে মোনাকো

বিশ্বকাপে দুই বাংলাদেশি আম্পায়ার

স্কটল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের ছক্কা