হোম > খেলা

ক্লাবগুলোর অনুরোধেই ফুটবল লিগ স্থগিত

স্পোর্টস রিপোর্টার

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৬ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ ফুটবল লিগের দশম রাউন্ডের খেলা শুরু হওয়ার কথা ছিল। এর আগে ছিল ফেডারেশন কাপের ম্যাচের সূচিও। কিন্তু জাতীয় নির্বাচনের কাছাকাছি সময়ে মাঠে নামতে চাইছে না ক্লাবগুলো। লিগ পিছিয়ে নির্বাচনের পর সূচি নির্ধারণ করার জন্য ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়েছে মোহামেডান ক্লাব।

অন্য ক্লাবগুলোও মৌখিকভাবে বাফুফেকে লিগ পিছিয়ে দেওয়ার অনুরোধ জানায়। ক্লাবগুলোর অনুরোধেই মূলত লিগ ও ফেডারেশন কাপের খেলা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। নির্বাচনের পর সবকিছু অনুকূলে থাকলে ফুটবল লিগের দ্বিতীয় পর্বের খেলা আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু করার জন্য প্রস্তাব দিয়েছে ক্লাবগুলো। পূর্বনির্ধারিত সময়ে খেলা শেষ করতে একমত দলগুলোও। আগামী ৩১ মার্চ জাতীয় ফুটবল দলের খেলা রয়েছে।

এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে সিঙ্গাপুর যাবে বাংলাদেশ। তাই জাতীয় দলের ক্যাম্প শুরুর অন্তত ছয়দিন আগ পর্যন্ত লিগের খেলা চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এর আগে ৪ জানুয়ারি বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্ব শেষ হয়েছে। এরপর এক মাসের বিরতিতে যায় ঘরোয়া ফুটবল। এর মধ্যে শুরু হয় মধ্যবর্তী মৌসুমের দলবদল।

লিগ স্থগিত হয়ে গেলেও বসে নেই দলগুলো। নিজেদের শক্তি বাড়ানোর চেষ্টা করেছে তারা। এরই মধ্যে ফর্টিস এফসি বিদেশি ফুটবলারদের নিয়ে দল শক্ত করেছে। প্রথম পর্ব শেষে ফুটবল লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস ও ফর্টিস এফসি। এই দুদলেরই অর্জন ১৮ পয়েন্ট করে।

বিশ্বকাপ প্রশ্নে উত্তরহীন লিটন

বৃষ্টিতে ভাসল যুবাদের ম্যাচ

ফাইনালে ‘বিসিবির’ দল চট্টগ্রাম

হাই ভোল্টেজ ম্যাচের তারা খালেদ

শেষ বলের রোমাঞ্চে ফাইনালের আশায় সিলেট

সাফ ফুটসালে দ্বিতীয় জয় বাংলাদেশের

আইসিসির অযৌক্তিক শর্ত আমরা মানব না: ক্রীড়া উপদেষ্টা

মেলবোর্নে সিনার-ওসাকার দাপট

উইন্ডিজের ক্যাচ মিসের মহড়া, জিতল আফগানিস্তান

স্বর্ণার নৈপুণ্যে পাপুয়া নিউ গিনিকে হারাল বাংলাদেশ