হোম > খেলা

দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে ভারত চ্যাম্পিয়ন

নারী ক্রিকেট বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক

ফাইনাল শেষে দুদলই কাঁদছে! তবে একদল কাঁদছে আনন্দে। দলটা ভারত। এইমাত্র বিশ্বকাপ জিতেছে তারা। আরেক দলের কান্না কষ্টের। ব্যর্থতার জন্য বিশ্বকাপ হাতছাড়া হলো তাদের। দলটা দক্ষিণ আফ্রিকা। নাভি মুম্বাইয়ে এই হাসি-কান্নার রাতে বিশ্বকাপের ফাইনালে সব আলোর ঝলকানি শুধু ভারতকে ঘিরে। প্রোটিয়াদের ৫২ রানে হারিয়ে ওয়ানডেতে শিরোপা জিতেছে হারমানপ্রীত কৌরের দল।

রান তাড়ায় নেমে জবাব দিতে নেমে ওপেনিং জুটিতেই পঞ্চাশ স্পর্শ করেন লরা উলবার্ট ও তাজমিন ব্রিটস। দলীয় ৫১ রানের মাথায় ২৩ রান করে বিদায় নেন ব্রিটস। অনেকে বোশ ফেরেন শূন্য রানে। এরপর সুনে লুসকে নিয়ে দলকে আরেকটু এগিয়ে নেন উলবার্ট। দারুণ খেলে ৪৫ বলে ফিফটি স্পর্শ করেন প্রোটিয়া দলনেতা। দলের রান ১০০ পার হলে ২৫ রান করে বিদায় নেন লুস।

উইকেটে এসে টিকতে পারেননি মারিজান ক্যাপও। করেন ৪ রান। সিনালো জাপটা ১৬ রান করে বিদায় নিলেও একপ্রান্ত আগলে দলকে জয়ের দিকে নিয়ে যেতে থাকেন উলবার্ট। এরপর অ্যানেরিক ডার্কসেনকে নিয়ে আরেকটা দারুণ জুটি গড়েন উলবার্ট। দলীয় রান দুইশ পার করে নিজেও তুলে নেন সেঞ্চুরি। ডার্কসেন ৩৫ রানে ফিরে যাওয়ার খানিকবাদেই উলবার্টও ফেরেন ১০১ রানে। তার আউটের পরই মূলত শিরোপার আশা শেষ হয়ে যায় প্রোটিয়াদের।

ভারতের হয়ে বল হাতে মূল কাজটা করেছেন দীপ্তি শর্মা। ৩৯ রানে নিয়েছেন ৪ উইকেট নিয়েছেন তিনি। ২ উইকেট নিয়েছেন শেফালি ভার্মা। ১ উইকেট নেন শ্রী চরণী।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকেন ভারতের দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা। দুজনের ব্যাটে পাওয়ার প্লের ১০ ওভারে ৬৪ রান তোলে ভারত। উদ্বোধনী জুটিতেই শতরানের দেখা পেয়ে যায় তারা। শেফালি–মান্ধানার ১০৪ রানই উদ্বোধনী জুটি নারী ওয়ানডে বিশ্বকাপে ভারতের হয়ে সর্বোচ্চ। সব মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ। উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ ১৬০ রানের রেকর্ডটা অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি ও র‍্যাচেল হেইন্সের দখলে। ২০২২ বিশ্বকাপ ফাইনালে এই রেকর্ড গড়েছিলেন দুজন।

উদ্বোধনীতে শতরানের জুটি গড়ার পরপরই বিচ্ছিন্ন হন মান্ধানা ও শেফালি। মান্ধানা ৫৮ বলে ৮ চারের মারে ৪৫ রান করে ফিরে যান। এর মধ্যেই অবশ্য ৪৯ বলে ফিফটি তুলে নেন শেফালি। এরপর জেমিমাহকে নিয়ে সেঞ্চুরির দিকে এগোতে থাকেন শেফালি। তবে সেঞ্চুরি পাওয়া হয়নি। দলীয় রান দেড়শ পার করে শেফালি থামেন ৮৭ রানে। তার ৭৮ বলের ইনিংসে ছিল ৭ চার ও ২ ছক্কা।

এরপর আগের ম্যাচে ভারতের জয়ের কান্ডারি জেমিমাহও বিদায় নেন ৩৭ বলে ২৪ রান করে। সেখান থেকে অধিনায়ক হারমানপ্রীত কাউরের সঙ্গে দলের হাল ধরেন দীপ্তি শর্মা। হারমানপ্রীত ২০ রানে আউট হন। এরপর রিচা ঘোষকে নিয়ে দলকে ভালো সংগ্রহ এনে দেন দীপ্তি (৫৮ বলে ৫৮)। রিচা খেলেন ২৪ বলে ৩৪ রানের ইনিংস।

সংক্ষিপ্ত স্কোর
ভারত : ৫০ ওভারে ২৯৮/৬ (শেফালি ৮৭, দীপ্তি ৫৮, মান্ধানা ৪৫; খাকা ৩/৫৮, ট্রায়োন ১/৪৬)।
দক্ষিণ আফ্রিকা : ৪৫.৩ ওভারে ২৪৬/১০ (উলবার্ট ১০১, ডার্কসেন ৩৫, লুস ২৫; দীপ্তি ৫/৩৯, শেফালি ২/৩৬)।
ফল : ভারত ৫২ রানে জয়ী।

যে কীর্তিতে ক্রিকেট ইতিহাসে প্রথম দীপ্তি

দারুণ জয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান কমাল বার্সা

এনএসসি’র পরিচালক হয়ে বিসিবিতে রুবাবা

টিভিতে আজকে যেসব খেলা থাকছে

হাল্যান্ডের জোড়া গোলে জিতল সিটি

আরিয়াফল ও সানমিথা চ্যাম্পিয়ন

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল আফগানরা

বিপিএল থেকে বাদ চিটাগং কিংস

একই দিনে বাবা-ছেলের গোলের কীর্তি

অভিজ্ঞতায় আস্থা বিসিবির