হোম > খেলা

বন্ধুর টানে মেক্সিকান ক্লাবে রোনালদো!

স্পোর্টস ডেস্ক

সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসর ছেড়ে মেক্সিকান ক্লাবে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগাল তারকাকে পেতে খুবই আগ্রহী মেক্সিকান ক্লাব মোন্তেররেই। স্বল্পমেয়াদি চুক্তিতে হলেও পাঁচবারের ফিফার বর্ষসেরা তারকাকে দলে নিতে চায় তারা। খবর সর্বশেষ স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএস-এর।

রোনালদো ক্লাব ছাড়ছেন, এই খবর পুরোনো। আল-নাসরের হয়ে মৌসুমের শেষ ম্যাচটি খেলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লাব ছাড়ার ইঙ্গিত দেন রোনালদো। এরপর থেকেই সমর্থকদের মনে জেগেছে কৌতূহল- তাহলে রোনালদোর পরবর্তী গন্তব্য কোথায়?

শুরুতে রোনালদোর পরবর্তী ক্লাব নিয়ে আলোচনায় এসেছিল ইন্টার মিয়ামির নাম। সূত্রের বরাতে কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, এই ফরোয়ার্ড এমন কোনো ক্লাবে যেতে চান, যে ক্লাব আগামী জুনে যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপে খেলবে। তাতে মিয়ামির নামই শুরুতে আসে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কল্যাণে।

পরে জানা যায়, সৌদি আরবেরই আরেক ক্লাব আল হিলালে যেতে পারেন রোনালদো। শোনা গেছে ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগোর নাম। এই তালিকায় যোগ হয়েছে মরক্কোর ওয়াইদাদ অ্যাথলেটিক ক্লাবও। সবশেষ যোগ হলো মোন্তেররেইর নাম। ট্রান্সফার মার্কেটের সবশেষ খবর অনুযায়ী, রোনালদোর মোন্তেররেইয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি, সর্বোচ্চ ৩৪ শতাংশ। এরপর এগিয়ে বোতাফোগো, ৩০ শতাংশ।

সম্ভাবনার হিসাব করার ক্ষেত্রে মূলত দুটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ধরা হয়েছে। প্রথমত, রোনালদোর চাহিদা অনুযায়ী বেতন দেওয়ার সক্ষমতা। দ্বিতীয়ত, সার্জিও রামোসের উপস্থিতি। মোন্তেররেই ক্লাবের মালিক মেক্সিকোর বহুজাতিক কোমল পানীয় কোম্পানি ফেমসা। ফলে রোনালদোকে মোটা অঙ্কের পারিশ্রমিক দেওয়ার সামর্থ্য তাদের আছে। সবচেয়ে বড় দিকটি হলো, এই ক্লাবেই খেলেন রামোস। যদিও মোন্তেররেইয়ের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, ৩২ দল নিয়ে আগামী ১৪ জুন যুক্তরাষ্ট্রে শুরু হবে ক্লাব বিশ্বকাপ। এই আসরকে সামনে রেখে ১ থেকে ১০ জুন পর্যন্ত বিশেষ দলবদলের ব্যবস্থা রাখা হয়েছে অংশগ্রহণকারী দলগুলোর জন্য। এই সময়েই নির্ধারিত হতে পারে রোনালদোর পরবর্তী গন্তব্য।

শেষ বলের রোমাঞ্চে ফাইনালের আশায় সিলেট

সাফ ফুটসালে দ্বিতীয় জয় বাংলাদেশের

ফিফা র‌্যাংকিংয়ে অপরিবর্তিত বাংলাদেশ

আইসিসির অযৌক্তিক শর্ত আমরা মানব না: ক্রীড়া উপদেষ্টা

মেলবোর্নে সিনার-ওসাকার দাপট

উইন্ডিজের ক্যাচ মিসের মহড়া, জিতল আফগানিস্তান

স্বর্ণার নৈপুণ্যে পাপুয়া নিউ গিনিকে হারাল বাংলাদেশ

ফাইনালে ওঠার লড়াইয়ে রাজশাহী-চট্টগ্রাম

বাংলাদেশের ‘বিশ্বকাপ ফয়সালা’ বুধবার!

মাঠে নামছে রিয়াল-পিএসজি-ম্যানসিটি-আর্সেনাল