হোম > খেলা

শেষ আসরের ব্যর্থতা ভুলতে মরিয়া ঢাকা

স্পোর্টস রিপোর্টার

বিপিএলের সবশেষ আসরে যোগ হওয়া ঢাকা ক্যাপিটালস দিতে পারেনি কোনো চমক। ব্যর্থতা উপহার দেওয়া ঢাকা এবার মরিয়া ভালো কিছু করতে। সে কারণে এবার বেশ কয়েকজন মানসম্পন্ন বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে তারা। সঙ্গে আছেন সাইফ হাসান-তাসকিন আহমেদ, সাব্বির রহমানের মতো বেশ কয়েকজন অভিজ্ঞ দেশি ক্রিকেটার। এছাড়া গত আসরে ভঙ্গুর স্কোয়াড নিয়ে চিটাগং কিংসকে ফাইনালে তোলা অধিনায়ক মোহাম্মদ মিঠুনের কাঁধে নেতৃত্বের দায়িত্ব তুলে দিয়েছে তারা।

সরাসরি চুক্তিতে তাসকিন আহমেদ ও সাইফ হাসানকে দলে ভেড়ায় ঢাকা ক্যাপিটালস। এছাড়া বিদেশি ক্যাটাগরিতে সরাসরি অ্যালেক্স হেলস ও উসমান খানকে দলে ভেড়ায়। তবে এই দুই বিদেশি ক্রিকেটারকে বিপিএলের শুরুতে পাচ্ছে না ঢাকা। আইএল টি-টোয়েন্টি শেষে তারা যোগ দেবেন বিপিএলে। তাদের অভাব পুষিয়ে নিতে রহমানউল্লাহ গুরবাজ, ওডেন স্মিথ ও ইমাদ ওয়াসিমের মতো বিদেশিদের দলে নিয়েছে তারা। গত আসরে মানহীন বিদেশি দলে ভেড়ানোর যে অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। এবার সেই অভিযোগ অনেকটাই কাটিয়ে উঠেছে তারা।

বিপিএলের এবারের আসরে ঢাকা ক্যাপিটালসের ব্যাটিং লাইনআপের মূল দায়িত্ব থাকবে সাইফ হাসানের কাঁধে। তার সঙ্গে থাকবেন হেলস-গুরবাজরা। যেহেতু তাদের শুরুর কয়েকটা ম্যাচে পাওয়া যাবে না ফলে উসমান খান ও দেশি আব্দুল্লাহ আল মামুনকে নিয়েই সাজাতে হবে পরিকল্পনা। টপ অর্ডারে আরো থাকবেন সাব্বির রহমান।

মিডল অর্ডারে অধিনায়ক মোহাম্মদ মিঠুনের সঙ্গে থাকবেন ইমাদ ওয়াসিম, দাসুন শানাকা, ইমাদ ওয়াসিম ও নাসির হোসেন। টপ অর্ডারে থাকা সাব্বির রহমানকেও মিডল অর্ডারে খেলানোর সুযোগ থাকছে তাদের। বোলিং ইউনিটের মূল দায়িত্ব থাকবে পেসার তাসকিন আহমেদের ওপর। আইএল টি-টোয়েন্টিতে দারুণ খেলতে থাকা এই পেসার থাকবেন বিপিএলের শুরু থেকে। এছাড়া তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিনরা থাকবেন বোলিং আক্রমণের একদম শুরুতে। পাশাপাশি তরুণ তোফায়েল আহমেদ ও মারুফ মৃধাদের কাঁধেও থাকবে দায়িত্বের চাপ।

তরুণদের নিয়ে দল গড়া ঢাকা ক্যাপিটালসের জন্য ভালো করা খানিকটা কঠিন। তাদের ভরসা রাখতে হচ্ছে বিদেশি ক্রিকেটারদের ওপর। তারা পারফর্ম করতে না পারলে এবারের আসরে তাদের জন্য ভালো করার পথটা সহজ হচ্ছে না। সেক্ষেত্রে টুর্নামেন্ট চলাকালে আরো কয়েকজন বিদেশি ক্রিকেটারকে দলে ভেড়ানোর মতো সাহসও দেখাতে পারে ঢাকা ক্যাপিটালস। গতকাল রাতে সিলেটে পা রাখা ঢাকা এবারের বিপিএলে নিজেদের প্রথম ম্যাচ খেলবে আগামী ২৭ ডিসেম্বর। সেদিন তারা মুখোমুখি হবে নবাগত রাজশাহী ওয়ারিয়র্সের।

রাজশাহী স্কোয়াড

তাসকিন আহমেদ, সাইফ হাসান, শামীম পাটোয়ারি, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, নাসির হোসেন, তোফায়েল আহমেদ, ইরফান শুক্কুর, আব্দুল্লাহ আল মামুন, মারুফ মৃধা, জায়েদ উল্লাহ, মঈনুল ইসলাম, দাসুন শানাকা, জোয়াবেদউল্লাহ আকবরী, অ্যালেক্স হেলস, উসমান খান, রহমানউল্লাহ গুরবাজ, ওডেন স্মিথ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আরিফ হোসেন, চৌধুরী শের আলী।

রেকর্ডের পাতায় ঝড় তুলে আরেকটি সেঞ্চুরি সূর্যবংশীর

বিসিবি-বিএসপিএ মিডিয়া ওয়ার্কশপ

ফিফা থেকে সুখবর পেলেন রোনালদোরা

চার নতুন মুখ নিয়ে ভারত সফরে নিউজিল্যান্ড

ভারসাম্যপূর্ণ স্কোয়াডে শিরোপাপ্রত্যাশী রংপুর

বিসিবির বোর্ডসভা আজ

এখনই শিরোপা নয়, অঙ্কনের চিন্তায় ভালো ক্রিকেট

টিভির পর্দায় আলজেরিয়া-সুদান ম্যাচসহ আরও যত খেলা

অ্যাশেজ শেষ কামিন্সের, বিশ্বকাপেও অনিশ্চিত

আন্তর্জাতিক ব্যাডমিন্টনে রিয়াদুল-তনয়ের জয়