চ্যাম্পিয়নস লিগ
পিএসজির কাছে হারের ধকলটা কাটিয়ে উঠেছে বার্সেলোনা। ক্ষতটা শুকিয়ে চ্যাম্পিয়নস লিগে ফিরেছে তারা জয়ের ধারায়। ফারমিন লোপেজের হ্যাটট্রিক আর মার্কাস রাশফোর্ড-লামিনে ইয়ামালের দ্যুতিতে গোল উৎসব করেছে বার্সা। নিজেদের মাঠে গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসকে বিধ্বস্ত করেছে কাতালানরা। ইউরোপিয়ান ফুটবলে জয়ের ছন্দটা এবার ধরে রাখার পালা। সেই লক্ষ্যে বেলজিয়ামের ক্লাব ব্রুগের বিপক্ষে আজ মাঠে নামছেন কোচ হান্সি ফ্লিকের শিষ্যরা। দুদলের ম্যাচ মাঠে গড়াবে রাত ২টায়। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের এলিট টুর্নামেন্টে রাতের অন্য ম্যাচে ম্যানচেস্টার সিটি মোকাবিলা করবে বরুশিয়া ডর্টমুন্ডকে।
পিএসজি ম্যাচের পর ঘরের মাঠেও হারের তেতো স্বাদ হজম করেছিল বার্সেলোনা। লা লিগায় হেরে গিয়েছিল সেভিয়ার কাছে। তবে পরের ম্যাচেই জিরোনার বিপক্ষে জেতে জায়ান্ট ক্লাবটি। চ্যাম্পিয়নস লিগে জেতে অলিম্পিয়াকোস ম্যাচেও। কিন্তু এল ক্লাসিকোতে গিয়ে ফের হারের ফাঁদে আটকে যায় বার্সা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে হার মানে ২-১ গোলে। সেই হারের কষ্টটা অবশ্য ভুলে গেছে তারা পরের ম্যাচেই। স্প্যানিশ লিগে জিতেছে এলচের বিপক্ষে। জয়রথটা নিয়ে বার্সা ছুটে চলতে চায় মহাদেশীয় এ আসরে।
অন্য দিকে দারুণ সময় কাটছে বার্সার প্রতিপক্ষ ক্লাব ব্রুগের। ঘরোয়া ফুটবলে জয় ছিনিয়ে নিয়েই নিজেদের মাঠে আতিথ্য দিতে যাচ্ছে বার্সাকে। ডেন্ডারকে ২-১ গোলে হারিয়ে বেলজিয়ান প্রো লিগের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে ক্লাব ব্রুগ। সবার ওপরে থাকা ইউনিয়ন এসজি থেকে এখন তারা মাত্র তিন পয়েন্টে পিছিয়ে। আর সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে টানা তিন জয় পেয়েছে ব্রুগ। চ্যাম্পিয়ন লিগে সবশেষ হেরেছে তারা বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের কাছে ব্যবধানটা ৪-০ গোলের।
পরিসংখ্যান কথা বলছে, বার্সেলোনার পক্ষে। এখন পর্যন্ত কাতালানদের বিপক্ষে দুই ম্যাচ খেললেও জয়ের দেখা পায়নি ক্লাব ব্রুগ। দুটি ম্যাচেই জয় পেয়েছে বার্সা। আজ একপেশে এক ম্যাচেরই অপেক্ষায় ফুটবল দুনিয়া।
চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে কোচ নিকি হেইডেনের দলের শুরুটা হয়েছিল দুর্দান্ত। নিজেদের মাঠে তারা ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল মোনাকোকে। এরপর চ্যাম্পিয়নস লিগে তারা হেরেছে শুধু আটালান্টা বিসি আর বায়ার্ন মিউনিখে। ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় রয়েছে দলটি ২০তম স্থানে।
ইউরোপিয়ান এ টুর্নামেন্টে নিজেদের সবশেষ ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে জয় পেয়েছে ম্যানসিটি। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার কাছে হার মেনেছেন কোচ পেপ গার্দিওলার শিষ্যরা। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে পরে জয় পেয়েছে তারা টানা দুই ম্যাচ। জয়ের ধারাটাই ধরে রাখতে চায় তাই সিটিজেনরাও। তাদের প্রতিপক্ষ বরুশিয়া ডর্টমুন্ড সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে জিতেছে চার ম্যাচ। পরিসংখ্যানে অবশ্য এগিয়ে সিটি। ৬ ম্যাচ খেলে ম্যানচেস্টারের ক্লাবটি জিতেছে ৩ ম্যাচ। আর ড্র হয়েছে দুটি ম্যাচ। একটি ম্যাচ জিতেছে ডর্টমুন্ড।