হোম > খেলা

ইউনাইটেডে যোগ দিয়ে এমবুমোর স্বপ্নপূরণ

স্পোর্টস ডেস্ক

ব্রেন্টফোর্ডের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের সবশেষ মৌসুমটা দারুণ পার করেছেন ব্রায়ান এমবুমো। তাতেই বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে লড়াইয়ের পর এই উইঙ্গারকে দলে ভেড়ায় ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাবটিতে এসে স্বপ্নপূরণের কথা শোনালেন খোদ এমবুমোরো।

একদিন ইউনাইটেডর হয়ে খেলবেন- ছেলেবেলা থেকেই এমন স্বপ্ন দেখতেন এমবুমো। অবশেষে পেশাদার ক্যারিয়ারে তৃতীয় ক্লাব হিসেবে পেলেন ইউনাইটেডকে। শৈশবের ক্লাবে যোগ দিতে পেরে খুব স্বাভাবিকভাবেই আনন্দে ভাসছেন এমবুমো।

ফরাসি ক্লাব ত্রয়েস ছেড়ে ২০১৯ সালের গ্রীষ্মে ব্রেন্টফোর্ডে যোগ দেন এমবুমো। গত ছয় মৌসুমে ক্লাবটির হয়ে ২৪২ ম্যাচে মাঠে নামেন। নিজে ৭০ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করান আরো ৫১টি। সবশেষ লিগ মৌসুমে জালের দেখা পান ২০ বার।

তার থেকে বেশি গোল করতে পেরেছেন আর মাত্র তিনজন। এমন পারফরম্যান্সের পর ইউনাইটেড ছাড়াও তাকে নিজেদের করে পাওয়ার লড়াইয়ে নামে চেলসি, টটেনহাম হটস্পার, নিউক্যাসল ইউনাইটেড, আর্সেনালের মতো শীর্ষ ক্লাবগুলো। শেষ পর্যন্ত এই লড়াইয়ে জিতল ম্যানচেস্টারের প্রতিনিধিরা।

ইউনাইটেডে যোগ দেওয়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে এমবুমো বলেন, ‘ইউনাইটেডে যাওয়ার সুযোগ আছে- এটা শোনার পর আমাকে সে সুযোগ নিতেই হতো। কারণ এটা আমার স্বপ্নের ক্লাব। আমি ছেলেবেলায় এই ক্লাবের জার্সি পরেছি।’

নিজের লক্ষ্য নিয়ে এমবুমো বলেন, ‘আমি সব সময়ই গতকালের চেয়ে ভালো করার চেষ্টা করি। বিশ্বমানের ফুটবলারদের সঙ্গে খেলার মানসিকতা, কোচ রুবেন আমোরিমের কাছ থেকে শেখা কিংবা নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার মানসিকতা আমার আছে।’

৯ কোটি ২০ লাখে কলকাতা নাইট রাইডার্সে মোস্তাফিজ

মেসি-কাণ্ডে অব্যাহতি চাইলেন কলকাতার ক্রীড়ামন্ত্রী

নারীদের বর্ষসেরা সাবালেঙ্কা

অবৈধ বোর্ড, পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবি সংগঠকদের

সিরিজ ফয়সালার লড়াইয়ে নামছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড

যুব বিশ্বকাপের খেলা দেখবেন টিভিতে

১০ ম্যাচের মধ্যে হলো মোটে তিন ম্যাচ!

দুই বিমারে শেষ শাহিনের ওভার!

মেক্সিকো-দক্ষিণ কোরিয়ার ও দক্ষিণ আফ্রিকার লড়াই

পেছাল কিংস-মোহামেডান ম্যাচ