হোম > খেলা

কিপ্টে বোলিংয়ে নিউইয়র্ককে আটকে দিলেন আকিল

স্পোর্টস ডেস্ক

মেজর লিগ ক্রিকেট মানেই প্রচুর রান, চার-ছক্কার ফুলঝুরি। অন্তত এবারের আসরের ক্ষেত্রে এই কথাটিই প্রযোজ্য। টুর্নামেন্টটিতে গত কয়েকদিনে ২০০’র ওপরে রান করেও পার পায়নি অনেক দল। দারুণ ব্যাটিংয়ে প্রতিপক্ষের রান পাহাড় টপকানোর ঘটনা এখন মেজর লিগে অহরহই ঘটছে।

যথারীতি রোববার (২৯ জুন) দিবাগত রাতে টেক্সাস সুপার কিংস ও এমআই নিউইয়র্কের মধ্যকার ম্যাচেও রানবন্যা হয়েছে। ব্যাটারদের আধিপত্যে অসহায় ছিল দুই দলের বোলাররা। কেবল ব্যতিক্রম ছিলেন আকিল হোসেইন। ওয়েস্ট ইন্ডিজের এই স্পিনারের কিপ্টে বোলিংয়ে আটকে গেছে নিউইয়র্ক। তাদের ৩৯ রানে হারিয়েছে টেক্সাস। এই জয়ে প্লে অফে জায়গা করে নিয়েছে ফ্রাঞ্চাইজিটি।

গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে টেক্সাসের দেওয়া ২২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চড়াও হয় নিউইয়র্কের ব্যাটাররা। বাকি বোলাররা যখন ওভারপ্রতি ১০ কিংবা ১১ করে রান দিয়েছেন তখন আকিলকে মোকাবেলা করতেই হিমশিম খেয়েছে নিউইয়র্কের ব্যাটাররা। তাদের ইনিংস থেমেছে ১৮৪ রানে।

নিউইয়র্ককে আটকানোর পথে ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৫ রান খরচ করেন আকিল। উইকেট শিকারের দিক থেকেও ছিলেন এগিয়ে- ৩ উইকেট নেন এই ক্যারিবিয়ান বোলার। অনুমিতভাবেই জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।

আকিলের দাপুটে বোলিংয়ের দিনে নিউইয়র্কের হয়ে ৩৯ বলে সর্বোচ্চ ৭০ রান করেন কাইরন পোলার্ড। ৩৫ রান আসে কুইন্টন ডি ককের ব্যাট থেকে। ২৬ রান করেন করেন মাইকেল ব্রেসওয়েল।

এর আগে ফাফ ডু প্লেসির সেঞ্চুরি ও ডোনোভ্যান ফেরেইরার ফিফটিতে ২২৩ রান জড়ো করে টেক্সাস। ৫৩ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেন ডু প্লেসি। ফেরেইরার অবদান ৫৩ রান।

অস্ট্রেলিয়ার চমক রেনশ, নেই কামিন্স-স্মিথ

বিসিবিতে প্রবেশে সাংবাদিকদের জন্য নতুন ‘কড়া’ নিয়ম

বাজে মাঠ নিয়ে বাটলারের ক্ষোভ

আবরার-শাদাবের ঘূর্ণিতে সিরিজ পাকিস্তানের

পাকিস্তানের বিশ্বকাপ জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত

আল নাসর জয়, হাজারের আরো কাছে রোনালদো

শুরুতেই ভুটানের জালে বাংলাদেশের গোলবন্যা

বিকল্প টুর্নামেন্ট প্রতিযোগিতামূলক করার আশায় বিসিবি

মেলবোর্নের নতুন রাণী রাইবাকিনা

ইংল্যান্ডের কাছে হারল শ্রীলঙ্কা