হোম > খেলা

তাসকিনের ফেরার সময় জানাল বিসিবি

স্পোর্টস রিপোর্টার

গোড়ালির চোটে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) থেকে ছিটকে যান তাসকিন আহমেদ। একই কারণে আসন্ন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরে তার খেলা হচ্ছে না। এমনকি ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও তার না খেলার সম্ভাবনাই বেশি। একের পর এক সিরিজ মিস করা তাসকিন আহমেদকে আরো অন্তত এক মাস মাঠের বাইরে থাকতে হবে। লন্ডনে তাসকিনের অবস্থা পর্যবেক্ষণ করে এমনটাই পরামর্শ দিয়েছেন। মঙ্গলবার (৬ মে) থেকে মিরপুর শের-ই- বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় দলের ট্রেইনার নাথান কেলি ও ফিজিও বায়েজিদুল ইসলামের অধীনে রিহ্যাব শুরু করেন এই পেসার।

চিকিৎসকের পরামর্শ নিতে গত ২৭ এপ্রিল লন্ডনে যান তাসকিন আহমেদ। তখন ধারণা করা হয়েছিল হয়তো তাকে শল্যবিদের ছুরির নিচে যেতে হবে। বাড়তি সতর্কতার জন্য লন্ডনে অ্যাঙ্কল সার্জন ছাড়াও স্পোর্টস সার্জন ও স্পোর্টস ফিজিশিয়ানের পরামর্শ নেওয়া হয়েছে। তাদের পরামর্শের পরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাসকিনের অস্ত্রোপচার করানো লাগবে না। রিহ্যাব করলেই সুস্থ হয়ে উঠবেন। তাদের পরামর্শের ওপর ভিত্তি করে তাসকিনের রিহ্যাবের ব্যাপারে সিদ্ধান্ত নেয় বিসিবির মেডিকেল বিভাগ। বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র।

বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে উড়াল দেওয়ার আগ পর্যন্ত তাদের অধীনে রিহ্যাব করবেন তাসকিন। এরপর তাদের দেওয়া পরিকল্পনা অনুযায়ী মে মাসের শেষ পর্যন্ত চলবে রিহ্যাব। এরপরই জানা যাবে কবে থেকে তাকে মাঠে দেখা যাবে। বর্তমান রিহ্যাব পরিকল্পনা অনুযায়ী তাসকিন আহমেদ চলতি মাসের শেষ সপ্তাহ থেকে পুরোদমে বোলিং শুরুর প্রস্তুতি নেবেন। সে অনুযায়ী জুনের শুরুতে তার মাঠে ফেরার কথা রয়েছে। তবে এখনই তার মাঠে ফেরার ব্যাপারে চূড়ান্ত কোনো কিছু জানাতে পারছে না বিসিবির মেডিকেল বিভাগ। তাদের আশা, জুনের শুরুতে মাঠে ফিরতে পারবেন তাসকিন আহমেদ।

বিষয়টি নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘এ মুহূর্তে তাসকিনের ব্যাপারে বিশেষজ্ঞরা সিদ্ধান্ত নিয়েছেন, সার্জারি না করাই সঠিক সিদ্ধান্ত। রিহ্যাবের মাধ্যমে তার ফিটনেস ও টেনডনের অবস্থা ধীরে ধীরে উন্নতি হবে। আমরা তার উন্নতির ব্যাপারে আশাবাদী। বর্তমান পরিকল্পনা অনুযায়ী রিহ্যাব হলে আশা করছি জুনের শুরুতে ম্যাচ খেলার জন্য তাসকিন ফিট হয়ে উঠবেন।’

বর্তমান রিহ্যাব পরিকল্পনা অনুযায়ী জুনের প্রথম দিকে তাসকিনের মাঠে ফেরার ইঙ্গিত পাওয়া গেলেও তার ফিটনেসের সঠিক অবস্থা জানা যাবে চলতি মাসের শেষ সপ্তাহে। এ নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিবি কর্মকর্তা বলেন, ‘তাসকিন ধাপে ধাপে নিজের রানআপ বাড়িয়ে বোলিং শুরু করলে তখন তার ইনজুরির সঠিক অবস্থা বোঝা যাবে। মূলত ওই সময়ই তার মাঠে ফেরার সময় স্পষ্ট করে বলা যাবে। এখনই আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না জুনের প্রথম সপ্তাহেই তাসকিন ফিরবেন।’

বাংলাদেশকে বাদ দেওয়া বুচারের চোখে ‘নজিরবিহীন’

শনিবার থেকে মাঠে গড়াবে এনডিইউবি ক্রিকেট লীগ

বুলবুলের নামে ফিক্সিং তদন্তের দাবি মিথ্যা : অ্যালেক্স মার্শাল

ফাইনালে আলকারাজের মুখোমুখি জোকোভিচ

ফের রিয়াল-বেনফিকা লড়াই, পিএসজির সামনে মোনাকো

বিশ্বকাপে দুই বাংলাদেশি আম্পায়ার

স্কটল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের ছক্কা

ডি ককের রেকর্ডময় সেঞ্চুরিতে সিরিজ দক্ষিণ আফ্রিকার

ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প শুরু ১ ফেব্রুয়ারি

টিভির পর্দায় নারী বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচসহ আরও যত খেলা