হোম > খেলা

ভিনি-এমবাপ্পেকে রুখতে মরিয়া বার্সা

এল ক্লাসিকো

স্পোর্টস ডেস্ক

ফুটবল উন্মাদনা আর উত্তেজনা বাড়িয়ে দিতে দোরগোড়ায় হাজির এল ক্লাসিকো। মৌসুমের প্রথম ক্লাসিকোতে মুখোমুখি হওয়ার আগে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনায় চলছে শেষ সময়ের প্রস্তুতি। প্রতিপক্ষের রণকৌশল নস্যাৎ করতে ছক এঁকে যাচ্ছে স্পেনে দুই জায়ান্ট টিম। রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের দুই সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পেকে রুখতে পরিকল্পনা করেছে কাতালানরা। এমনটাই দাবি করেছে বার্সার সহকারী কোচ মার্কুস জর্গের।

সান্তিয়াগো বার্নাব্যুতে আজ রোববার রাতে মুখোমুখি হবে দুই চিরশত্রু। গত মৌসুমের চার ক্লাসিকোর সবগুলোতেই উৎসব করেছে বার্সেলোনা। এবারও সেই ছন্দটা ধরে রাখতে দারুণ আত্মবিশ্বাসী তারা। দুই জায়ান্টের মহারণে জয়ের ছন্দটা ধরে রাখার দৃঢ় প্রত্যয়ের কথা জানান কোচ জর্গ, ‘আমরা ম্যাচ ভালোভাবে পর্যালোচনা করেছি। হারলে তা থেকে আপনি শিখতে পারবেন। এখন আমাদের হাতে সমাধান আছে। খেলোয়াড়রা এখন বল হারায় না বললেই চলে।’

তারকা ফরোয়ার্ড এমবাপ্পে দুর্দান্ত খেলে যাচ্ছেন এবারের মৌসুমে। ভিনিকে চলতি মৌসুমে খানিকটা অনুজ্জ্বল হয়ে পড়েছেন। তবে যেকোনো সময় ম্যাচে ব্যবধান গড়ে দিতে পারেন। এটা খুব ভালো করেই জানা আছে জর্গের। তবে দলের খেলোয়াড়রা তাদের দুজনের আক্রমণ সামলাতে পারবে, এমনটাই বিশ্বাস করেন এ জার্মান কোচ, ‘আমরা সব সময় প্রতিপক্ষ নিয়ে কথা বলি। এভাবেই আমরা কাজ করি। খেলোয়াড়রা প্রস্তুত থাকবে, বিশেষ করে ভিনিসিয়াস ও এমবাপ্পের জন্য।’

এল ক্লাসিকোতে জিততে চান বার্সা মিডফিল্ডার পেদ্রি, ‘কোনো দল কেমন ছন্দে থেকে ক্লাসিকোয় খেলতে নামে, সেটা গুরুত্বপূর্ণ নয়। আগে কে কী করেছে, মাঠে সেটার প্রভাব সামান্যই থাকে। গত মৌসুমে আমরা দুর্দান্ত খেলেছি। আমাদের আবার সেই পর্যায়ে ফিরতে হবে। উন্নতির সুযোগ সব সময়ই থাকে। তবে আমাদের এটাও মনে রাখা উচিত যে, গত বছর আমরা সব ক্লাসিকোয় জিতেছিলাম। আশা করি, এবারও সেই ধারা ধরে রাখতে পারব আমরা।’

ইংল্যান্ডের কাছে হারল শ্রীলঙ্কা

বিপিএল শেষ পারিশ্রমিক বাকি

শিরোপা নয়, খেলোয়াড়ের খোঁজে কোচ বাটলার

টিভির পর্দায় পাকিস্তান-অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-টোয়েন্টিসহ আরও যত খেলা

বাংলাদেশকে বাদ দেওয়া বুচারের চোখে ‘নজিরবিহীন’

শনিবার থেকে মাঠে গড়াবে এনডিইউবি ক্রিকেট লীগ

বুলবুলের নামে ফিক্সিং তদন্তের দাবি মিথ্যা : অ্যালেক্স মার্শাল

ফাইনালে আলকারাজের মুখোমুখি জোকোভিচ

ফের রিয়াল-বেনফিকা লড়াই, পিএসজির সামনে মোনাকো

বিশ্বকাপে দুই বাংলাদেশি আম্পায়ার