চ্যাম্পিয়নস লিগ
মাঠের লড়াইয়ে সময়টা বেশ ভালোই যাচ্ছে আর্সেনালের। সেটা হোক ঘরের মাঠ কিংবা ইউরোপিয়ান ফুটবল। ইংলিশ প্রিমিয়ার লিগে সবার ওপরে এখন গানাররা। সব মিলিয়ে ১২ ম্যাচে ৯ জয়ের বিপরীতে দুই ড্র আর এক হারে ২৯ পয়েন্ট নিয়ে রয়েছে সবার ওপরে। সবশেষ রোববার রাতে টটেনহাম হটস্পারকে ৪-১ গোলে উড়িয়ে শীর্ষ স্থানটা আরো মজবুত করেছে এ ইংলিশ জায়ান্ট। চ্যাম্পিয়নস লিগেও দুর্দান্ত খেলে যাচ্ছে আর্সেনাল। এখন পর্যন্ত চার ম্যাচে শতভাগ জয় তুলে নিয়েছে কোচ মিচেল আর্তেতার শিষ্যরা। ১২ পয়েন্টের সংগ্রহ নিয়ে ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে মর্যাদাকর এ আসরের লিগ টেবিলে রয়েছে দ্বিতীয় স্থানে।
দারুণ ছন্দটা ধরে রাখতে আজ চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে মাঠে নামছে আর্সেনাল। নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে লন্ডনের ক্লাবটি আতিথ্য দেবে বায়ার্ন মিউনিখকে। দুই জায়ান্টের মহারণটা মাঠে গড়াবে আজ রাত ২টায়। আর্সেনালের চেয়ে জার্মান এই জায়ান্টও কোনো অংশে কম নয়। বুন্দেসলিগায় এখনো পর্যন্ত ১১ ম্যাচ খেলে হারের তেতো স্বাদই হজম করেনি। জার্মান লিগে বাভারিয়ানদের অস্বস্তি বলতে একমাত্র ড্র। ৩১ পয়েন্টের পুঁজি নিয়ে রয়েছে সবার ওপরে। আর্সেনালের মতো ইউরোপিয়ান ফুটবলে দাপুটে পারফরম্যান্স উপহার দিয়ে যাচ্ছে বায়ার্ন। এখন পর্যন্ত চার ম্যাচ খেলে শতভাগ জয় পেয়েছে তারাও। শুধু তাই নয়, চ্যাম্পিয়নস লিগের পয়েন্ট তালিকায় সবার ওপরে রয়েছে কোচ ভিনসেন্ট কোম্পানির দল।
পরিসংখ্যানে অবশ্য এগিয়ে থাকছে আর্সেনালই। এখনো ১৪ ম্যাচ খেলেছে আর্সেনাল ও বায়ার্ন মিউনিখ। তার মধ্যে গানাররা জিতেছে ৮ ম্যাচ। বিপরীতে বাভারিয়ানরা জয় পেয়েছে ৩ ম্যাচে। বাকি তিন ম্যাচ থেকে গেছে অমীমাংসিত। গোল স্কোরিংয়েও এগিয়ে ইংলিশ জায়ান্ট ক্লাবটি। ৩০ গোল দিয়ে হজম করেছে ১৫টি।
রাতের অন্য ম্যাচে গ্রিক ক্লাব অলিম্পিয়াকোস পিরেয়াসের আতিথ্য নিতে যাচ্ছে কোচ জাবি আলোনসোর রিয়াল মাদ্রিদ। আর অ্যাটলেটিকো মাদ্রিদ যাচ্ছে ইন্টার মিলানের সান সিরো স্টেডিয়াম সফরে। ঘরের পার্ক দেস প্রিন্সেসে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি মোকাবিলা করবে টটেনহাম হটস্পারকে। আর অ্যানফিল্ডে আরেক ইংলিশ জায়ান্ট লিভারপুল মুখোমুখি হবে ডাচ ক্লাব পিএসভি আইন্দহোভেনের।