হোম > খেলা

নিউজিল্যান্ডের মাটিতে উইন্ডিজের ‘প্রথম’ জয়

টি-টোয়েন্টি সিরিজ

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টিতে সময়টা মোটেই ভালো যাচ্ছে না নিউজিল্যান্ডের। বিশেষ করে ঘরের মাঠে। হারের বৃত্তে যেন আটকে গেছে দলটি। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ হয়েছে হাতছাড়া। একটি ম্যাচ অবশ্য ভেসে গিয়েছিল বৃষ্টিতে। ইংল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচই পণ্ড হয়েছে প্রকৃতির খামখেয়ালিপনায়। তবে একটি ম্যাচ হলেও তাতে জয়ের দেখা পায়নি কিউইরা। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও হারের তেতো স্বাদ হজম করল ব্ল্যাক ক্যাপস শিবির। নাটকীয় ম্যাচে মাত্র ৭ রানে জিতেছে ক্যারিবীয়রা।

নিউজিল্যান্ডের মাঠে এই প্রথম টি-টোয়েন্টিতে জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। এনিয়ে ১২ বারের প্রচেষ্টায় প্রথম জয়ের দেখা পেল অতিথি দলটি। এর আগে ১১টি টি-টোয়েন্টি খেলে দুটি টাই করেছিল উইন্ডিজ। একটি টাই ম্যাচ অবশ্য সুপার ওভারে জিতেছিল মেন ইন মেরুন শিবির।

লক্ষ্যটা ছিল হাতের নাগালেই। নিউজিল্যান্ড জয়ের দুয়ারে প্রায় পৌঁছেই গিয়েছিল। ৫৫ রানের হার না মানা দারুণ এক ইনিংস খেলে কিউইদের জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন মিচেল স্যান্টনার। অধিনায়কের ২৮ বলের ৮ বাউন্ডারি ও ২ ছক্কায় সাজানো ইনিংসটি কোনো কাজেই আসেনি। বাকি সতীর্থ দুর্দান্ত কিছু করতে না পারায় জয় থেকে হাত ছোঁয়া দূরত্বে থেকেই থামতে হয়েছে নিউজিল্যান্ডকে। স্বাগতিকরা ৯ উইকেট হারিয়ে গুটিয়ে গেছে ১৫৭ রানে।

অকল্যান্ডের ইডেন পার্কে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে শাই হোপের ফিফটিতে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রানের সংগ্রহ গড়ে ওয়েস্ট ইন্ডিজ। হোপ সাজঘরে ফেরেন ৫৩ রানের দারুণ কার্যকরী এক ইনিংস খেলে। রভম্যান পাওয়েল ৩৩ আর রোস্টন চেজ ২৮ রান এনে দেন।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ: ১৬৪/৬, ২০ ওভার (হোপ ৫৩, পাওয়েল ৩৩, চেজ ২৮; ডাফি ২/১৯ ও ফোকস ২/৩৫)।

নিউজিল্যান্ড: ১৫৭/৯, ২০ ওভার (স্যান্টনার ৫৫*, রবিনসন ২৭, রবীন্দ্র ২১; চেজ ৩/২৬ ও সিলস ৩/৩২)।

ফল: ওয়েস্ট ইন্ডিজ ৭ রানে জয়ী।

ম্যাচসেরা: রোস্টন চেজ।

সিরিজ: পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ১-০ ব্যবধানে এগিয়ে।

টিভির পর্দায় ভারত-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিসহ আরও যত খেলা

বিশ্বকাপ প্রশ্নে উত্তরহীন লিটন

বৃষ্টিতে ভাসল যুবাদের ম্যাচ

ফাইনালে ‘বিসিবির’ দল চট্টগ্রাম

হাই ভোল্টেজ ম্যাচের তারা খালেদ

ক্লাবগুলোর অনুরোধেই ফুটবল লিগ স্থগিত

শেষ বলের রোমাঞ্চে ফাইনালের আশায় সিলেট

সাফ ফুটসালে দ্বিতীয় জয় বাংলাদেশের

আইসিসির অযৌক্তিক শর্ত আমরা মানব না: ক্রীড়া উপদেষ্টা

মেলবোর্নে সিনার-ওসাকার দাপট