হোম > খেলা

মেসি-সুয়ারেজদের নিয়ে ভাবনা এনরিকের

স্পোর্টস ডেস্ক

নামে-ভারে ইন্টার মিয়ামির চেয়ে বেশ এগিয়ে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। বরাবরের মতো ঘরোয়া লিগে দাপটের পাশাপাশি সবশেষ চ্যাম্পিয়নস লিগের মুকুট পরেছে তারা। তাদের দলে আছে দিজিরে দুয়ে, মায়ুলু, ভিতিনহা, রুইজ, আশরাফ হাকিমি, নাভাসদের মতো দারুণ সব ফুটবলাররা। এরপরও ক্লাব বিশ্বকাপের শেষ ষোলতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের বিপক্ষে মাঠে নামার আগে নির্ভার থাকতে পারছেন না পিএসজির কোচ লুইস এনরিকে।

মিয়ামিকে নিয়ে এনরিকের ভাবনার প্রধান কারণ লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, জর্ডি আলবা, সার্জিও বুসকেটসদের মতো তারকা ফুটবলাররা। স্প্যানিশ কোচ বেশ ভালোভাবেই জানেন, এসব অভিজ্ঞ খেলোয়াড়রা তাদের জন্য বিপদের কারণ হতে পারে। তাই পুরো ম্যাচেই শিষ্যদের মনোযোগী থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে রোববার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১০টায় মিয়ামির মুখোমুখি হবে পিএসজি। আসন্ন ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এনরিকে বলেন, ‘মিয়ামির কাছ থেকে বল কেড়ে নিতে না পারলে ম্যাচের ফল আমাদের পক্ষে আসবে না। কারণ মেসি বল পেলে ভয়ঙ্কর হয়ে উঠে। সুয়ারেজ এই টুর্নামেন্টে দারুণ একটি গোল করেছে। সে দারুণ দক্ষতা সম্পন্ন একজন খেলোয়াড়। আলবা, বুসকেটসরাও আগের মতোই খেলে।’

পিএসজির প্রধান শিক্ষক আরও বলেন, ‘ফুটবলে ১০ সেকেন্ডের জন্য আলসেমি করলে কি হয় সেটা সবার জানা আছে। মিয়ামির খেলোয়াড়দের মান নিয়ে আমার সন্দেহ নেই। আমি তাদের ম্যাচগুলো দেখেছি। তারা নিজেদের সেরা মান ধরে রেখেছে। তাদের ওপর চাপ সৃষ্টি করতে না পারলে আমাদের বিপদ হবে।’

৮ গোলের থ্রিলারে ম্যানইউয়ের হোঁচট

রানাতুঙ্গার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিজয় দিবসে মুশফিকুর-শরিফুলদের শুভেচ্ছা

৯ কোটি ২০ লাখে কলকাতা নাইট রাইডার্সে মোস্তাফিজ

মেসি-কাণ্ডে অব্যাহতি চাইলেন কলকাতার ক্রীড়ামন্ত্রী

নারীদের বর্ষসেরা সাবালেঙ্কা

অবৈধ বোর্ড, পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবি সংগঠকদের

সিরিজ ফয়সালার লড়াইয়ে নামছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড

যুব বিশ্বকাপের খেলা দেখবেন টিভিতে

১০ ম্যাচের মধ্যে হলো মোটে তিন ম্যাচ!