হোম > খেলা

খুলনার নায়ক মাহেদি-সৌম্য, বরিশালের তানভীর

এনসিএল

স্পোর্টস রিপোর্টার

জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডে আজ জিতেছে খুলনা ও বরিশাল। অন্য ম্যাচ দুটি হয়েছে ড্র। খুলনার ২ উইকেটের ম্যাচে জয়ে নায়ক মাহেদি হাসান ও সৌম্য সরকার। আর বরিশালের জয়ে অগ্রণী ভূমিকা রেখেছেন তানভীর ইসলাম।

এনসিএলে স্বাগতিক চট্টগ্রামের বিপক্ষে খুলনা ২ উইকেটে জিতেছে। ২৩৭ রানের লক্ষ্যটা তারা ছুঁয়ে ফেলেছে ৮ উইকেটের বিনিময়ে। স্পিনিং অলরাউন্ডার মাহেদি হাসান প্রতিরোধ না গড়লে ম্যাচের ফল উল্টো যেতে পারত। খুলনা একপর্যায়ে ১৪৯ রানে ৬ উইকেট খুইয়ে ফেলেছিল। তারকা অলরাউন্ডার মাহেদি হাসান ৪৯ বলে অপরাজিত থেকে যান ৫০ রানে।

নাহিদুল ইসলামের সঙ্গে অষ্টম উইকেটে ৫৭ রানের জুটি গড়েন মাহেদি। চট্টগ্রামের অফ স্পিনার নাঈম হাসান শিকার করেছেন ৫ উইকেট। ম্যাচসেরা সৌম্য সরকার প্রথম ইনিংসে ৯২ রান করার পর দ্বিতীয় ইনিংসে করেন ৭১। টুর্নামেন্টের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে এখন খুলনা।

খুলনায় ২৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রাজশাহী অলআউট হয়েছে ১৯১ রানে। তাতে বরিশাল জয় পায় ৫৪ রানে। দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তানভীর ইসলাম।

কক্সবাজারে ড্র হয়েছে রংপুর-সিলেট ম্যাচ। সিলেট ৯ উইকেটে ২৯৪ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে। তাতে রংপুরের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ২৪৯। রংপুর ৪১ ওভারে ৪ উইকেটে ১১২ রান সংগ্রহের পর ড্র মেনে নিয়েছে দুদল। সিলেটের ওপেনার মুবিন আহমেদ করেন ১৪১। প্রথম শ্রেণির ক্যারিয়ারে এটি তার প্রথম সেঞ্চুরি।

কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে ঢাকা বিভাগের ইনিংস থামে ৩৮৮ রানে। পরে ময়মনসিংহ ১৭ ওভারে বিনা উইকেটে ৯৭ রান তুলতেই ড্র মেনে নেয় দুদল। মাহফিজুল ইসলাম অপরাজিত থেকে যান ৫১ রানে আর মোহাম্মদ নাঈম অজেয় থাকেন ৪৪ রানে।

‘ইনশাআল্লাহ আমরা জিতব’

ইকোনমিক্যাল বোলিংয়ে খুশি হাসান মাহমুদ

নাসিমের বাড়িতে গুলি, পাঁচজন আটক

মেক্সিকোর প্রেসিডেন্ট নিজের বিশ্বকাপ টিকিট দেবেন এক মেয়েকে

কুলসুমকে ঘিরে এখন বাংলাদেশের আশা

সালমানের সেঞ্চুরিতে বড় পুঁজি পেল পাকিস্তান

প্রথমদিন দু’দলের সমান সমান গেল

ওয়ানডে সিরিজে মাঠে নামছে পাকিস্তান-শ্রীলঙ্কা

বাংলাদেশের ১০৮তম টেস্ট ক্রিকেটার মুরাদ

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ