হোম > খেলা

টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন রোহিত

স্পোর্টস ডেস্ক

টেস্ট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় তারকা ব্যাটার নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। সাদা পোশাক থেকে বিদায় নিলেও ভারতের হয়ে ওয়ানডে খেলা চালিয়ে যাবেন রোহিত।

অবসর ঘোষণা দিতে গিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে টিম ইন্ডিয়ার টেস্ট ক্যাপের একটি ছবি পোস্ট করেছেন রোহিত। ক্যাপশনে লিখেছেন, ‘আমি সবাইকে জানাতে চাই যে, আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সাদা পোশাকে দেশের প্রতিনিধিত্ব করা আমার জন্য এক পরম সম্মানের বিষয়। বছরের পর বছর ধরে সকলের ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ।’

অবসর নেওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে রোহিতকে পাবে না ভারত। এর আগে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর এই সংস্করণ থেকে অবসর নেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার। তাই আন্তর্জাতিক ক্রিকেটে এখন কেবল ওয়ানডে সংস্করণেই দেখা যাবে রোহিতকে।

২০১৩ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় রোহিতের। এই সংষ্করণে ৬৭ ম্যাচে মাঠে নেমে করেছেন ৪ হাজার ৩০১ রান। ২১২ রানের ইনিংসটি তার সর্বোচ্চ। ১২ সেঞ্চুরির পাশাপাশি ১৮টি ফিফটি হাঁকিয়েছেন রোহিত। গত ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্ন টেস্টই হয়ে থাকল তার ক্যারিয়ারের শেষ।

মেসি-কাণ্ডে অব্যাহতি চাইলেন কলকাতার ক্রীড়ামন্ত্রী

নারীদের বর্ষসেরা সাবালেঙ্কা

অবৈধ বোর্ড, পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবি সংগঠকদের

সিরিজ ফয়সালার লড়াইয়ে নামছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড

যুব বিশ্বকাপের খেলা দেখবেন টিভিতে

১০ ম্যাচের মধ্যে হলো মোটে তিন ম্যাচ!

দুই বিমারে শেষ শাহিনের ওভার!

মেক্সিকো-দক্ষিণ কোরিয়ার ও দক্ষিণ আফ্রিকার লড়াই

পেছাল কিংস-মোহামেডান ম্যাচ

নেপালকে উড়িয়ে সেমির পথে যুবারা