হোম > খেলা

রিয়াদকে নিয়ে সাকিব-মুশফিকদের বার্তা

স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বুধবার (১২ মার্চ) রাতে এই ঘোষণা দেন তিনি। রিয়াদের অবসরে তাকে নিয়ে পৃথক পৃথক বার্তা দিয়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজারা।

নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে রিয়াদের সঙ্গে ম্যাচের একটি ছবি পোস্ট করেছেন সাকিব। ক্যাপশনে লিখেছেন, 'রিয়াদ ভাই, আপনার পাশে খেলা এবং আপনার কাছ থেকে শেখা আমার জন্য সৌভাগ্যের। আপনি মাঠে এবং মাঠের বাইরে উভয় ক্ষেত্রেই উদাহরণ স্থাপন করেছেন এবং আপনার রেকর্ডই কথা বলে। খেলার প্রতি আপনার নিষ্ঠা, স্থিতিস্থাপকতা এবং ভালোবাসার জন্য জাতি আপনার কাছে ঋণী। আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন এবং নতুন যাত্রায় আপনাকে পথ দেখান।'

মুশফিকুর রহিম লিখেছেন, 'এতো বছর ধরে আপনার সাথে মাঠ ভাগাভাগি করতে পারা সত্যিই সম্মানের। আপনার নির্দেশনা এবং একসাথে আমাদের অসংখ্য স্মৃতির জন্য ধন্যবাদ। জাতির জন্য আপনি যা অর্জন করেছেন তাতে আমি গর্বিত। মাশাআল্লাহ অবসর উপভোগ করেন রিয়াদ ভাই।'

রিয়াদের অবসরের মাশরাফির বার্তা ছিল এমন, 'দারুণ এক আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন রিয়াদ। তোর নামের পাশে যে সংখ্যাগুলি আছে, সেসবের সীমানা ছাড়িয়ে তুই আমাদের কাছে আরও অনেক ওপরে। আমরা জানি, তোকে দলের কতটা প্রয়োজন ছিল এবং দলের সেই চাওয়ার সঙ্গে তুই কতটা মিশে গিয়েছিলি।'

তামিম লিখেছেন, 'রিয়াদ ভাই, বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার জন্য অভিনন্দন। আপনি বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্তম্ভ, মাঠ এবং মাঠের বাইরে আমাদের অনেকের অনুপ্রেরণা। ড্রেসিংরুমে আমাদের ভাগাভাগি করা স্মৃতিগুলো লালন করব।'

মেসি-কাণ্ডে অব্যাহতি চাইলেন কলকাতার ক্রীড়ামন্ত্রী

নারীদের বর্ষসেরা সাবালেঙ্কা

অবৈধ বোর্ড, পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবি সংগঠকদের

সিরিজ ফয়সালার লড়াইয়ে নামছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড

যুব বিশ্বকাপের খেলা দেখবেন টিভিতে

১০ ম্যাচের মধ্যে হলো মোটে তিন ম্যাচ!

দুই বিমারে শেষ শাহিনের ওভার!

মেক্সিকো-দক্ষিণ কোরিয়ার ও দক্ষিণ আফ্রিকার লড়াই

পেছাল কিংস-মোহামেডান ম্যাচ

নেপালকে উড়িয়ে সেমির পথে যুবারা