হোম > খেলা

পিএসএলে চলছে রিশাদ স্তুতি

দুই ম্যাচেই ৬ উইকেট

স্পোর্টস ডেস্ক

নিজেদের প্রথম ম্যাচে রিশাদ হোসেনকে খেলায়নি লাহোর কালান্দার্স। সুযোগ পেয়ে অভিষেক ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে তিন উইকেট নেন রিশাদ। লাহোরের হয়ে নিজের দ্বিতীয় ম্যাচে আরও ক্ষুরধার এই বাংলাদেশি লেগস্পিনার। এবারও সমান উইকেট নিলেও রান খরচায় একটু হিসেবি ছিলেন। সব মিলিয়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুই ম্যাচ খেলেই হৈচৈ ফেলে দিয়েছেন রিশাদ। খুব স্বাভাবিকভাবেই সতীর্থ এবং মালিকপক্ষের প্রশংসা কুড়াচ্ছেন তিনি।

নিজেদের তৃতীয় ম্যাচে মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে করাচি কিংসকে ৬৫ রানে হারিয়েছে লাহোর। এদিন চার ওভার বল করে ২৬ রান খরচ করেন রিশাদ। বিনিময়ে তুলে নেন শান মাসুদ, ইরফান খান ও আব্বাস আফ্রিদির উইকেট। দুই ম্যাচ খেলেই আবরার আহমেদের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি বোলার বনে গেছেন রিশাদ।

রিশাদের এমন দুর্দান্ত বোলিং দেখে রশিদ খানকে মনে পড়ে গেছে লাহোরের তারকা ব্যাটার স্যাম বিলিংসের। তিনি বলেন, ‘রিশাদ অসাধারন একজন বোলার। পিএসএলের আগের আসরে লাহোরে রশিদ খান ছিল। সে দারুণ বল করেছে। এবার রিশাদ সেটা করে দিচ্ছে।’

রিশাদের প্রশংসা করতে গিয়ে লাহোরের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি বলেন, ‘রিশাদ বাংলাদেশের ভবিষ্যৎ তারকা। মাঝের ওভারগুলোতে সে দারুণ বোলিং করে।’

রিশাদকে নিয়ে লাহোরের অন্যতম মালিক ও সিওও সামিন রানা বলেন, ‘আমি তোমাকে ভালোবাসি রিশাদ। তুমি এখন সর্বোচ্চ উইকেটশিকারি। আমি নিশ্চিত টুর্নামেন্ট শেষেও তুমি এই অবস্থান ধরে রাখবে।’

ইংল্যান্ডের কাছে হারল শ্রীলঙ্কা

বিপিএল শেষ পারিশ্রমিক বাকি

শিরোপা নয়, খেলোয়াড়ের খোঁজে কোচ বাটলার

টিভির পর্দায় পাকিস্তান-অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-টোয়েন্টিসহ আরও যত খেলা

বাংলাদেশকে বাদ দেওয়া বুচারের চোখে ‘নজিরবিহীন’

শনিবার থেকে মাঠে গড়াবে এনডিইউবি ক্রিকেট লীগ

বুলবুলের নামে ফিক্সিং তদন্তের দাবি মিথ্যা : অ্যালেক্স মার্শাল

ফাইনালে আলকারাজের মুখোমুখি জোকোভিচ

ফের রিয়াল-বেনফিকা লড়াই, পিএসজির সামনে মোনাকো

বিশ্বকাপে দুই বাংলাদেশি আম্পায়ার