হোম > খেলা

সৌম্যর ডাবল সেঞ্চুরি মিস, মার্শালের সেঞ্চুরি, ইফরান-মুকিদুলের ফাইফার

এনসিএল

স্পোর্টস রিপোর্টার

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) সেঞ্চুরি হাঁকিয়েছেন সৌম্য সরকার। কাছে গিয়েও তারকা এ ওপেনার মিস করেছেন ডাবল সেঞ্চুরি। জাদুকরী তিন অঙ্কের দেখা পেয়েছেন মার্শাল আইয়ুবও। আর হাফ-সেঞ্চুরি পেয়েছেন আশিকুর রহমান শিবলি, জাকির হাসান, রেজাউর রহমান রাজা, সাব্বির রহমান, কালাম সিদ্দিকী অ্যালিন ও রাহিম আহমেদ। তবে বল হাতে দাপট দেখিয়ে ফাইফার পেয়েছেন ইফরান হোসেন ও মুকিদুল ইসলাম।

রাজশাহীতে সৌম্যর (১৮৬) সেঞ্চুরি আর কালাম সিদ্দিকী অ্যালিনের ফিফটিতে (৭৭) ময়মনসিংহের বিপক্ষে প্রথম দিন শেষে প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৩২৮ রান সংগ্রহ করেছে খুলনা বিভাগ। সৌম্য পেয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে ষষ্ঠ সেঞ্চুরি। ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস এটি তার। এদিকে কক্সবাজারে মার্শাল আইয়ুবের শতক (১১৮*) আর আশিকুর রহমান শিবলির ফিফটিতে (৬৪) বরিশালের বিপক্ষে প্রথম দিন শেষে প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ২৪৬ রানের পুঁজি গড়েছে ঢাকা বিভাগ।

তুষার ইমরান, নাঈম ইসলাম ও মুমিনুল হকের পর বাংলাদেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রানের মালিক বনে গেছেন মার্শাল। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার ২৮তম সেঞ্চুরি। সৌম্যকে ফিরিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০ উইকেটে মাইলফলক স্পর্শ করেছেন শুভাগত হোম। সুবাদে সাকিব আল হাসানের কীর্তিতে ভাগ বসিয়েছেন। সাকিবের পর বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৬ হাজার রান ও ৩০০ উইকেট পেলেন শুভাগত।

অন্যদিকে বগুড়ায় জাকির হাসান (৭৩) ও রেজাউর রহমান রাজার (৫৭) ফিফটিতে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে সিলেট বিভাগ গুটিয়ে গেছে ২৫৫ রানে। আর ৪৬ রান এনে দেন আশরাফুল হাসান রিহাদ। চট্টগ্রামের ইফরান হোসেন ৬৫ রান দিয়ে নিয়েছেন পাঁচ উইকেট। প্রথম দিনের শেষ দিকে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১৯ রান তুলতেই হারিয়ে ফেলেছে ১ উইকেট।

রাজশাহীতে সাব্বির রহমান (৮৪) ও রহিম আহমেদ (৭৭) হাঁকান ফিফটি। দুজনের দুরন্ত ব্যাটিংয়ের পরও রংপুর বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে রাজশাহী বিভাগ তুলেছে ২৬৮ রান। রংপুরের মুকিদুল ৪২ রান খরচায় পেয়েছেন ৫ উইকেট। প্রথম দিন শেষে কোনো উইকেট না হারিয়ে প্রথম ইনিংসে ৩৭ রান সংগ্রহ করেছে রংপুর।

শততম টেস্ট রাঙালেন মুশফিক

দিনাজপুরের শিরোপা জয়ের আনন্দ

টেস্ট ব্যাটিং নিয়ে খুশি আশরাফুল

কুলদীপের স্পিনে এগিয়ে ভারত

নিউজিল্যান্ডের কাছে ক্লিন সুইপ ওয়েস্ট ইন্ডিজ

টি-টোয়েন্টি বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ

বোলারদের রাজত্বে হেডের রেকর্ড সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার জয়

তিমুর-লেস্তের বিপক্ষে বড় জয়ে শুরু বাংলাদেশের

ইংল্যান্ড অল আউট ১৬৪, পার্থে উইকেট শিকারের উৎসব

সাকিবকে ছাড়িয়ে সবার ওপরে তাইজুল