হোম > খেলা

এশিয়ান কাপে কোয়ালিফাইয়ের অনুভূতি জানালেন ঋতুপর্ণা

স্পোর্টস রিপোর্টার

গত ২ জুলাই বাছাইপর্বে মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে এশিয়ান কাপের মূল পর্বে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। একই দিন কিছুক্ষণ পর অনুষ্ঠিত বাহরাইন-তুর্কমেনিস্তান ম্যাচ ড্র হওয়ায় এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে জায়গা নিশ্চিত হয় মেয়েদের। সে অনুভূতি বলে প্রকাশ করতে পারছেন না ঋতুপর্ণা চাকমা।

এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে বিধ্বস্ত করে বাংলাদেশ। সে ম্যাচে এক গোল করেন ঋতুপর্ণা। এরপর মিয়ানমারের বিপক্ষে দুটি গোলই করেন এই উইঙ্গার কাম মিডফিল্ডার। সব মিলিয়ে দলের এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়াটা যেন একটু বেশিই তৃপ্তি দিচ্ছে ঋতুপর্ণাকে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিক এক ভিডিওতে ঋতুপর্ণা বলেন, ‘অনুভূতি আসলে বলে প্রকাশ করতে পারব না। আমরা যখন জানতে পারলাম যে আমরা এশিয়ান কাপে কোয়ালিফাই করছি, এটা আসলে কল্পনার বাইরে ছিল। আমরা বহু বছর পর অনেক কষ্ট করে করে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছি এটা আমাদের জন্য একটা বর্ড় অর্জন।

দল নিয়ে নিজের লক্ষ্যের কথা জানাতে গিয়ে ঋতুপর্ণা বলেন, ‘আমার লক্ষ্য ছিল, যেহেতু আমরা দুইবারের সাফ চ্যাম্পিয়ন, এখন আবার এশিয়ান কাপে কোয়ালিফাই করলাম। ধীরে ধীরে আমাদের লক্ষ্য বাংলাদেশ দলকে ভালো একটা জায়গায় নিয়ে যাওয়ার। সেটা আমরা ধীরে ধীরেই করছি।’

সাফল্যের ধারা অব্যাহত রাখতে ভক্তদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন এই নারী ফুটবলার, ‘ভক্তদের বলব, যেভাবে আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আগামীতেও এভাবে সাপোর্ট দিয়ে যাবেন। ইনশাআল্লাহ আপনাদের সাপোর্টে আমরা বাংলাদেশকে ভালো ফল এনে দিতে পারব এবং ভালো জায়গায় নিয়ে যেতে পারব।’

টিভিতে অ্যাশেজ সিরিজের অস্ট্রেলিয়া-ইংল্যান্ড লড়াই

‘কঠোর পরিশ্রমের পুরস্কার পেয়েছি’

ক্যারির সেঞ্চুরিতে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার দিন

নতুন ক্রীড়া উপদেষ্টার দুই মাসের টার্গেট

স্বাগতিক শাটলারদের ভরাডুবি, টিকে রইলেন শুধু গৌরব

শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

সমর্থকদের চাপে বিশ্বকাপ টিকিটের দাম কমাল ফিফা

কষ্টার্জিত জয়ে কোপা দেল রের শেষ ষোলোতে বার্সেলোনা

৬০ ডলার মূল্যের ‘সাপোর্টার টিকিট’ ঘোষণা ফিফার

মেসির হাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট