হোম > খেলা

ম্যানইউয়ের হতাশা, মিলানের দুঃস্বপ্ন

ইউরোপিয়ান ফুটবল

স্পোর্টস ডেস্ক

দিওগো দালতের গোল উদযাপন

টানা দুই ড্রয়ের পর হার। দুঃস্বপ্নের সেই তিন ম্যাচ পর জয়ের দেখা পেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু ছন্দটা ধরে রাখতে পারল না। এবার ফের হোঁচট খেল রেড ডেভিলরা। তা আবার নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে। ইংলিশ প্রিমিয়ার লিগে কোচ রুবেন আমোরিমের শিষ্যদের ১-১ গোলে রুখে দিয়েছে ওয়েস্টহ্যাম। অন্যদিকে লাৎসির কাছে ১-০ গোলে হেরে কোপা ইতালিয়ার শেষ ষোলো থেকে ছিটকে গেছে এসি মিলান।

গোলের সন্ধানে ম্যাচের শুরু থেকেই মরিয়া হয়ে খেলতে থাকে ম্যানইউ। কিন্তু তাতে যেন কোনো লাভ হচ্ছিল না। ম্যাচের ডেডলকই ভাঙছিল না। গোল পাচ্ছিল না ওয়েস্টহ্যামও। তাই তো গোলশূন্য সমতা নিয়ে কেটে যায় প্রথমার্ধ। শেষে মাঠের নীরবতা ভাঙে ম্যাচের ৫৮ মিনিটে। দিওগো দালত এগিয়ে দেন ইউনাইটেডকে। তার এই গোলেই জয় ছিনিয়ে নেওয়ার স্বপ্ন গড়তে থাকে স্বাগতিকরা। কিন্তু হিসাবটা গড়বড় হয়ে যায় ম্যাচ শেষের বাঁশি বাজার ৭ মিনিট আগে। ওয়েস্টহ্যামকে সমতায় ফেরান সোংগুতু মাগাসা।

ম্যানইউয়ের পারফরম্যান্সে যারপরনাই হতাশ সাবেক তারকা মিডফিল্ডার রয় কিন, ‘প্রত্যেকবার আমি এই ইউনাইটেডকে খেলতে দেখি এবং তারা প্রতিবারই হতাশা করে। তারা নির্ণায়ক হয়ে উঠতে পারে না, কাজ শেষ করার জন্য যথেষ্ট ভয়ংকর হতে পারে না। সবশেষ তিন কিংবা চার ম্যাচে তাদের পারফরম্যান্সে এটা প্রবলভাবে ফুটে উঠেছে। খুবই বাজে। কাজগুলো শেষ করার একটা সুযোগ আসে এবং এরপর যেন তাদের ভয় পেয়ে বসে।’

এ ড্রয়ের পর পয়েন্ট তালিকার অষ্টম স্থানে রয়েছে ম্যানইউ। ১৪ ম্যাচ খেলে ৬ জয়, সমান ৪টি করে ড্র আর হারে ২২ পয়েন্টের পুঁজি গড়েছে ম্যানচেস্টারের জায়ান্ট ক্লাবটি। আর সমান তিনটি করে জয় আর ড্রয়ের সঙ্গে ৮ হারে ১২ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলে ঘুরপাক খাচ্ছে ওয়েস্টহ্যাম।

এ দিকে ইতালিয়ান সিরি’এতে নিজেদের সর্বশেষ ম্যাচে লাৎসিওকে হারিয়েছিল এসি মিলান। লিগ ম্যাচটিতে মিলান জয় পেয়েছিল ১-০ গোলে। পাঁচদিন পরই সেই হারের মধুর প্রতিশোধ নিল মিলান। ব্যবধানটা সেই একই। এবার লাৎসিও জিতেছে ১-০ গোলে। ম্যাচের ৮০ মিনিটে লাৎসিওকে একমাত্র জয়সূচক গোলটি উপহার দিয়েছেন মাত্তিয়া জ্যাকাগনি। তার এ গোলে অ্যাসিস্ট করেন নুনো তাভারেস। এ হারে কোপা ইতালিয়ার শেষ ষোলো পর্ব থেকে বিদায় নিয়েছে মিলান। আর জয় ছিনিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে লাৎসিও।

একনজরে

ম্যানইউ ১-১ ওয়েস্টহ্যাম

লাৎসিও ১-০ মিলান

নাসরিন স্পোর্টসের হারে শুরু

ব্রাজিলের ক্লাবের কাছে হারল বাংলাদেশ

ভারত-দ. আফ্রিকা সিরিজ নির্ধারণী লড়াই আজ

আরেকটি বিশ্বকাপ খেলতে আশাবাদী মেসি

ছুটিতে ব্যাটিংয়ে সিমন্সের বাড়তি মনোযোগ

দুরন্ত ব্যাটিংয়ে হোপ-গ্রেভসের প্রতিরোধ

ইংল্যান্ডের ক্যাচ মিসের দিন, তিন ফিফটিতে এগিয়ে অস্ট্রেলিয়া

বড় জয়ে শীর্ষে বসুন্ধরা কিংস

সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

শিরোপার লড়াইয়ে চার দল