হোম > খেলা

বিওএ’র নতুন মহাসচিব জোবায়েদুর রানা

স্পোর্টস রিপোর্টার

৩০ নভেম্বর নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) নতুন কমিটি গঠন করা হয়েছে। বিওএ’র নতুন মহাসচিব হয়েছেন জোবায়েদুর রহমান রানা। বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন তিনি। এর আগে সার্চ কমিটির প্রধানের দায়িত্ব পালন করেছেন জোবায়েদুর রানা। এছাড়া সহ-সভাপতি, কোষাধ্যক্ষ, সদস্য পদের বিপরীতে একাধিক প্রার্থী না থাকায় তারাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নতুন বিওএ সহ-সভাপতি হয়েছেন মেজর ইমরোজ আহমেদ, আব্দুল হাই সরকার, আব্দুস সালাম, মেজর জেনারেল ড. মো: নাঈম আশফাক চৌধুরী ও ব্যারিস্টার সারওয়াত সিরাজ। কোষাধ্যক্ত পদে বিনা ভোটে নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম। এছাড়া ২৫ জন নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন।

বিওএ নির্বাচনে ভোটাভুটি হয়েছে উপমহাসচিব পদে। উপমহাসচিব পদের মধ্যে দুটি অলিম্পিক ডিসিপ্লিনের, আরেকটি ডিসিপ্লিনের বাইরে। অলিম্পিক ডিসিপ্লিনের দুই পদের বিপরীতে তিন জন প্রার্থী ছিলেন। এর মধ্যে সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন সর্বোচ্চ ৭০ এবং ৬৭ ভোট পেয়ে বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস উপমহাসচিব নির্বাচিত হয়েছেন।

আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ (আলো) ১৯ ভোট পেয়ে হেরেছেন। এবার বিওএ নির্বাচনে কাউন্সিলার সংখ্যা ছিল ৯২। এজিএমে ৭৬ জন কাউন্সিলার উপস্থিত ছিলেন। এর আগে বার্ষিক সাধারণ সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন বিওএ সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান। তার নেতৃত্বে নতুন কমিটি আগামী চার বছর (২০২৯ সাল পর্যন্ত) দায়িত্ব পালন করবে।

মুশফিক-মাহমুদউল্লাহর জন্য বদলে গেল নিলামের আইন!

ফের হোঁচট রিয়ালের, পয়েন্ট তালিকায় শীর্ষে বার্সা

টিভির পর্দায় নারী বিগ ব্যাশের লড়াইসহ আরও যত ম্যাচ

রোনালদোতে পরাস্ত রোবট গোলরক্ষক

আর্সেনালকে রুখল দশ জনের চেলসি

রোহিত-কোহলির ম্যাচে জয় ভারতের

দ্বিতীয় ম্যাচে জিল্লুরের প্রথম সেঞ্চুরি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ক্রীড়া সাংবাদিক জহিরের

চীনের কাছে হেরে বাংলাদেশের বিদায়

বুলবুলের বক্তব্যের প্রতিবাদ জানাল মোহামেডান