ফরাসি ওপেন
এমা রাদুকানু কোর্টের লড়াইয়ে দ্যুতি ছড়াতে পটু। কিন্তু ইগা শিয়াটেককে সামনে পেলে অবশ্য বদলে যান এ ব্রিটিশ তারকা। ফরাসি ওপেনে তার প্রমাণ মিলল আরও একবার। একপেশে ম্যাচে রাদুকানু হার মানলেন সরাসরি সেটে। প্রতিপক্ষকে পাত্তা না দিয়ে টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে নাম লিখেছেন পোলিশ তারকা শিয়াটেক।
বছরের দ্বিতীয় মেজর টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে রাদুকানুকে বুধবার ৬-১, ৬-২ গেমে উড়িয়ে দিয়েছেন লাল দুর্গের টানা তিনবারের চ্যাম্পিয়ন শিয়াটেক।
শিয়াটেকের বিপক্ষে পাঁচবারের দেখায় সবকটিতেই সরাসরি সেটে হারলেন ২০২১ সালের ইউএস ওপেন জয়ী রাদুকানু। এ নিয়ে ‘ক্লে কোর্টের রানী’ খ্যাত শিয়াটেক প্যারিসের কোর্টে জয়ের দেখা পেলেন টানা ২৩ ম্যাচে।
১৯৬৮ সালের পর প্রথম নারী হিসেবে টানা চতুর্থবার ফরাসি ওপেন জয়ের মিশনে নেমেছেন শিয়াটেক। হ্যাটট্রিক শিরোপাসহ গত পাঁচ বছরের মধ্যে চারবারই চ্যাম্পিয়ন হয়েছেন পাঁচবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী শিয়াটেক।