স্পোর্টস রিপোর্টার
সিরিজের তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই পাকিস্তানি বোলারদের ওপর চড়াও হন পারভেজ হোসেন ইমন। ফিফটি তুলে নিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। তার ফিফটিতে প্রথম দশ ওভারে স্কোরবোর্ডে ৯৯ রান রান তোলেছে বাংলাদেশে।
এই রিপোর্ট লেখার সময় ইমন ৬৫ ও তানজিদ হাসান তামিম ৪২ রানে অপরাজিত ছিলেন। এর আগে ২৭ বলে অর্ধশতক তুলে নেন ইমন।