আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস হেরে শুরুতে বল হাতে মাঠে নামছে বাংলাদেশ। আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ ক্যাপ্টেন পল স্টার্লিং।
বাংলাদেশ অধিনায়ক লিটন দাস দলে তিনটি পরিবর্তনের কথা জানিয়েছেন। দলে অন্তর্ভুক্ত হয়েছেন শরিফুল ইসলাম, শামীম পাটোয়ারী ও রিশাদ হোসেন। একাদশে জায়গা পাননি নাসুম আহমেদ, নুরুল হাসান ও তানজিম হাসান সাকিব।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ ব্যবধানে সমতা চলছে। তৃতীয় ম্যাচটি তাই সিরিজের ভাগ্য নির্ধারণী লড়াই হয়ে দাঁড়িয়েছে। তাই আজ যারা জিতবে, সিরিজ জিতবে তারাই।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মাহেদি হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম।
আয়ারল্যান্ড একাদশ : পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লোরকান টাকার (উইকেটকিপার), কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক আদাইর, ক্রেগ ইয়াং, মার্ক হামফ্রিস ও বেন হোয়াইট।