হোম > খেলা

বাংলাদেশ-আফগান প্রীতি ম্যাচ ১৩ নভেম্বর

স্পোর্টস রিপোর্টার

আগামী ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। এ ম্যাচের আগে প্রস্তুতির অংশ হিসেবে আফগানিস্তানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবেন হামজা, জামালরা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্রে জানা যায়, প্রীতি ম্যাচটি হবে আগামী ১৩ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে।

বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার পর ঢাকায় এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে আফগানরা। ১৮ নভেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনায় তাদের প্রতিপক্ষ মিয়ানমার। এই গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে কিছুটা আগেভাগে ঢাকায় এসে নিজেদের প্রস্তুত করবে আফগানিস্তান দল। অন্যদিকে, ভারত ম্যাচের প্রস্তুতিও সেরে নেবে কোচ হাভিয়ের কাবরেরার দল বাংলাদেশ।


ফিফা র‌্যাংকিংয়ে আফগাস্তিানের অবস্থান ১৬২তম। আর বাংলাদেশ রয়েছে ১৮৩তম অবস্থানে। ২১ ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে লাল-সবুজের জার্সিধারীরা। আগে বাংলাদেশ ও আফগানিস্তান মোট ৮টি ম্যাচ খেলেছে। এর মধ্যে দুটি ম্যাচে জিতেছে আফগানরা। আর বাকি ৬টি ম্যাচ ড্র হয়েছে।

সবশেষ ২০২৩ সালে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ ও আফগানিস্তান। এ দুটি ম্যাচই ড্র হয়। এক ম্যাচ ১-১ ও অপর ম্যাচটি গোলশূন্য ছিল।

কোচ, ক্যাপ্টেন, কৌশল ও কমন সেন্স

সমান সম্ভাবনা নিয়ে মুখোমুখি দু’দল

টিভির পর্দায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ওয়ানডে

নভেম্বরে প্রথম বিভাগ ক্রিকেট!

ভালো শুরুর অপেক্ষায় বাংলাদেশের মেয়েরা

উইন্ডিজ টি-টোয়েন্টি দল এখন ঢাকায়

ফিদে ওয়ার্ল্ড কাপ দাবায় ফাহাদ-মনন

জাতীয় সাঁতারে আরো তিন রেকর্ড

মালদ্বীপকে হারিয়ে বাংলাদেশের শুরু

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা