অস্ট্রেলিয়ান ওপেন
একটি বিশ্বরেকর্ড তো আগেই নিজের করে রেখেছেন। পুরুষদের এককে রেকর্ড সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্ল্যাম জয়ের কীর্তি গড়েছেন নোভাক জোকোভিচ। এতেও যেন মন ভরছে না তার। তাইতো আরো একটি বিশ্বরেকর্ড গড়তে চান এই সার্বিয়ান তারকা। পা রাখতে চান রেকর্ড ২৫ গ্র্যান্ড স্ল্যাম জয়ের নতুন মাইলফলকে। অস্ট্রেলিয়ান টেনিস কিংবদন্তি মার্গারেট কোর্টকে ছাড়িয়ে যাওয়ার স্বপ্ন অনেক দিন ধরেই দেখে চলেছেন জেকোভিচ। কিন্তু হাতে ধরা দিতে চেয়েও যেন ধরা দিচ্ছে না বহুল কাঙ্ক্ষিত মেজর ট্রফি। অস্ট্রেলিয়ান ওপেনে সেই আরাধ্য ট্রফি এবার জিততে চান টুর্নামেন্টের চতুর্থ বাছাই।
জোকোভিচের সেই স্বপ্ন জয়ের সম্ভাবনা আরো জোরালো হলো। চতুর্থ রাউন্ডে একটি বল না খেলেও টিকিট কেটেছেন কোয়ার্টার ফাইনালের। মেলবোর্নের এই আসরে প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রের জাকুব মেনসিক নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন পেটব্যথার কারণে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে জোকোভিচ লড়বেন পঞ্চম বাছাই ইতালিয়ান খেলোয়াড় লোরেনজো মুসেত্তি বা নবম বাছাই মার্কিন খেলোয়াড় টেলর ফ্রিটজের বিপক্ষে।
জাকুব মেনসিকের সরে দাঁড়ানোর খবরটা এলো দুবারের চ্যাম্পিয়ন নাওমি ওসাকারের নাম প্রত্যাহারের পর। জাপানের এই তারকাও সরে দাঁড়িয়েছেন পেটব্যথা নিয়ে। শনিবার কোর্টে খারাপ সময় কেটেছে ২০২৫ আসরের চ্যাম্পিয়ন জানিক সিনারেরও। প্রচণ্ড তাপদাহে হাঁসফাঁস অবস্থার মধ্য দিয়ে গেছেন এই ইতালিয়ান তারকা। আবহাওয়ার পূর্বাভাস বলছে, মেলবোর্নের তাপমাত্রা আরো বাড়তে পারে। মঙ্গলবার তাপমাত্রা বেড়ে দাঁড়াতে পারে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
বছরের প্রথম মেজর টুর্নামেন্টের ড্র বলছে, ৩৮ বছরের জোকোভিচের সঙ্গে সেমিফাইনালে দেখা হয়ে যেতে পারে সিনারের। আর ফাইনালে লড়াই হতে পারে স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজের বিপক্ষে। সাবেক নাম্বার ওয়ান জোকোভিচ সবশেষ গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন ২০২৩ সালে, ইউএস ওপেনে। তাতে ২৪ মেজর শিরোপা জিতে মার্গারেট কোর্টের রেকর্ডে ভাগ বসিয়েছেন। ২০২৫ সালে চার গ্র্যান্ড স্ল্যামের সবগুলোতেই শেষ চারে থেকে বিদায় নিয়েছিলেন। এবারের অস্ট্রেলিয়ান ওপেনে অবশ্য দুর্দান্ত খেলে যাচ্ছেন। জোকোভিচ এখনো পর্যন্ত হারেননি একটি সেটও।
জোকোভিচ না খেললেও লড়াই করে জিতেছেন কার্লোস আলকারাজ। স্প্যানিশ এই তারকা ৭-৬ (৮-৬), ৬-৪ ও ৭-৫ গেমে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের টমি পলকে। অন্যদিকে রাশিয়ার মেদভেদেভ বিদায় নিলেও জয়ের দেখা পেয়েছেন জার্মান তারকা আলেকজান্ডার জভেরেভ। মেয়েদের এককে শেষ আটে পৌঁছে গেছেন আরিনা সাবালেঙ্কা। বেলারুশের এই মেগাস্টার ৬-১ ও ৭-৬ (৭-১) ব্যবধানে ধরাশায়ী করেছেন কানাডার ভিক্টোরিয়া এমবোকোকে। পরের রাউন্ডে সাবালেঙ্কার সঙ্গী হয়েছেন যুক্তরাষ্ট্রের কোকো গাউফও।