হোম > খেলা

আল-সিবের কাছে হারল কিংস

এএফসি চ্যালেঞ্জ লিগ

স্পোর্টস রিপোর্টার

এএফসি চ্যালেঞ্জ লিগে গ্রুপ পর্বের শুরুটা ভালো হলো না বসুন্ধরা কিংসের। আজ শনিবার নিজেদের প্রথম ম্যাচে ওমানের ক্লাব আল-সিবের কাছে ৩-২ গোলে হারল কিংস। কুয়েতের জাবের আল-মোবারক আল-হামাদ স্টেডিয়ামে খেলার প্রথমার্ধে স্কোর লাইন ১-১ ছিল। দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়ে কিংস। ৭ মিনিটে নাসেরের গোলে এগিয়ে যায় আল-সিব। ৪১ মিনিটে রাফায়েল আগাস্তোর গোলে ম্যাচে ১-১ সমতায় ফেরে কোচ মারিও গোমেজের দল।

বিরতির পর খেলতে নেমে কিংসকে ২-১ গোলে এগিয়ে দেন রাকিব হোসেন। কিন্তু ৭৭ ও ৬১ মিনিটে দুটি গোল করে দারুণভাবে ঘুরে দাঁড়ায় আল-সিব। শেষ পর্যন্ত আর গোল করতে না পারায় হারের তিতকুটে স্বাদ নিয়েই মাঠ ছাড়তে হয়েছে কিংসকে।

আগামী ২৮ অক্টোবর ‘বি’ গ্রুপে লেবাননের ক্লাব আল-আনসারের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে তপু বর্মণরা। এরপর ৩১ অক্টোবর স্বাগতিক কুয়েতের ক্লাব আল-কুয়েতের বিপক্ষে গ্রুপে পর্বের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে বসুন্ধরা কিংস। গ্রুপ পর্বে সেরা হতে পারলে কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পাবে তারা। গ্রুপের রানার্সআপ হলেও শেষ আটে খেলার সুযোগ মিলতে পারে তাদের।

রিয়ালের প্রতিশোধ নাকি বার্সার সিংহাসন দখল

নিয়ম রক্ষার ম্যাচে ভারতের মুখোমুখি মেয়েরা

অনুমোদনের অপেক্ষায় নতুন গঠনতন্ত্র

ভিনি-এমবাপ্পেকে রুখতে মরিয়া বার্সা

টিভির পর্দায় রিয়াল-বার্সার এল ক্লাসিকো

জয়ের ট্র্যাকে ফিরল পিএসজি

সান্ডারল্যান্ডের চমক, ম্যানইউর জয়

সেমিতে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া

মাগুরায় প্রথম বিভাগ ফুটবল লিগে মুসলিম স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

পাকুন্দিয়ায় ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত