হোম > খেলা

সিরিজের মাঝপথে দল ছাড়লেন সিমন্স

স্পোর্টস রিপোর্টার

অবিশ্বাস্য ব্যাটিং ধসে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সঙ্গী হয়েছে ৭৭ রানের হার। সিরিজে টিকে থাকতে চাইলে তাই দ্বিতীয় একদিনের ম্যাচে জিততেই হবে সফরকারী দলকে। মহাগুরুত্বপূর্ণ সে ম্যাচে প্রধান কোচ ফিল সিমন্সকে পাচ্ছে না বাংলাদেশ। দল ছেড়ে ইতোমধ্যে ইংল্যান্ডের পথে পাড়ি জমিয়েছেন সাবেক ক্যারিবিয়ান ক্রিকেটার।

সিমন্সের ইংলিশ মুলুকে যাত্রার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের টিম ম্যানেজার নাফিস ইকবাল। তিনি জানিয়েছেন, চিকিৎসক দেখাতে লন্ডন গেছেন মেহেদি হাসান মিরাজদের ক্লাসের প্রধান শিক্ষক।

কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (৫ জুলাই) সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। সে ম্যাচে না থাকলেও তৃতীয় ওয়ানডের আগে দলের সঙ্গে যোগ দেবেন সিমন্স। দুই দিনের ছুটি নিয়েছেন তিনি।

এর আগে গত ফেব্রুয়ারিতে লন্ডনে চিকিৎসক দেখানোর কথা ছিল সিমন্সের। কিন্তু চ্যাম্পিয়নস ট্রফির কারণে সে সময় যেতে পারেননি। শ্রীলঙ্কা সিরিজের বিবেচনায় এবারও চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পিছিয়ে দিতে চেয়েছিলেন সিমন্স। কিন্তু সেটা সম্ভব হয়নি। দ্বিতীয় ওয়ানডেতে তার অনুপস্থিতিতে বাড়তি দায়িত্ব পালন করবেন সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।

সিমন্সের ছুটি নিয়ে নাফিস ইকবাল বলেন, ‘ব্যক্তিগত কারণে সিমন্স দুই দিনের জন্য লন্ডন যাচ্ছেন। ফেব্রুয়ারিতেই তার অ্যাপয়েনমেন্ট ছিল। চ্যাম্পিয়নস ট্রফির কারণে তখন যেতে পারেননি। এখন যে অ্যাপয়েনমেন্ট আছে সেটা পরিবর্তনের সুযোগ নেই। এটা নিয়ে কোচ চেষ্টা করেছিলেন। কিন্তু পারেননি। শ্রীলঙ্কা সফর শুরুর আগেই তিনি বিষয়টি নিয়ে ক্রিকেট বোর্ড অবহিত করেছিলেন।’

ইংল্যান্ডের কাছে হারল শ্রীলঙ্কা

বিপিএল শেষ পারিশ্রমিক বাকি

শিরোপা নয়, খেলোয়াড়ের খোঁজে কোচ বাটলার

টিভির পর্দায় পাকিস্তান-অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-টোয়েন্টিসহ আরও যত খেলা

বাংলাদেশকে বাদ দেওয়া বুচারের চোখে ‘নজিরবিহীন’

শনিবার থেকে মাঠে গড়াবে এনডিইউবি ক্রিকেট লীগ

বুলবুলের নামে ফিক্সিং তদন্তের দাবি মিথ্যা : অ্যালেক্স মার্শাল

ফাইনালে আলকারাজের মুখোমুখি জোকোভিচ

ফের রিয়াল-বেনফিকা লড়াই, পিএসজির সামনে মোনাকো

বিশ্বকাপে দুই বাংলাদেশি আম্পায়ার