হোম > খেলা

আনুশকাকে শিরোপা উৎসর্গ কোহলির

স্পোর্টস ডেস্ক

অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছিল না। সেই ২০০৮ সালে শুরু। এরপর গত ১৭ মৌসুম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএল খেলেছেন বিরাট কোহলি। এর আগে তিনবার ফাইনাল খেলেও শিরোপা জেতা হয়নি তার। অবশেষে আরাধ্য আইপিএল শ্রেষ্ঠত্বের মুকুট ধরা দিলো ১৮তম আসরে এসে। বহু আরাধ্য সেই আইপিএল শিরোপা স্ত্রী আনুশকা শর্মাকে উৎসর্গ করেছেন কোহলি।

আইপিএলের প্রথম শিরোপা জেতার পথে ফাইনালে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারায় বেঙ্গালুরু। ফ্রাঞ্চাইজিটির করা ১৯০ রানের জবাবে ১৮৪ রানে থামে পাঞ্জাবের ইনিংস। দলের ইতিহাস গড়ার দিনে ৩৫ বলে ৪৩ রানের ইনিংস খেলেন কোহলি।

দলের জয়ের নিশ্চিত হওয়ার পর হাঁটু গেড়ে বসে পড়েন কোহলি। এরপর লম্বা সময়ধরে বেশ আবেগতাড়িত হয়ে থাকতে দেখা যায় তাকে। এতোকিছুর পরও মাঠে আসা আনুশকাকে খুঁজে নিতে ভুল করেননি কোহলি। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে থাকার পর ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জুটি। তার আগে থেকেই কোহলির খেলা দেখতে নিয়মিত মাঠে হাজির হতেন আনুশকা।

ফাইনাল জয়ের পর আনুশকাকে নিয়ে কোহলি বলেন, ‘আনুশকার সঙ্গে আমার ১১ বছর কেটে গেছে। সে বিরামহীনভাবে মাঠে আমার খেলা দেখতে আসে। অনেক কঠিন সময়ের মুখোমুখি হয়েছে সে। আমাদের হারতে দেখেছে। আপনার জীবনসঙ্গী আপনার খেলার জন্য যেসব ত্যাগ করে বা কঠিন সময়ে যেভাবে আপনাকে সমর্থন করে, তা আপনি ভাষায় ব্যাখ্যা করতে পারবেন না। পেশাদারভাবে ক্রিকেট খেললেই আপনি বুঝতে পারবেন পর্দার আড়ালে কী হয় এবং পরিবারের সদস্যরা কেমন পরিস্থিতির মধ্য দিয়ে যায়।’

বাংলাদেশকে বাদ দেওয়া বুচারের চোখে ‘নজিরবিহীন’

শনিবার থেকে মাঠে গড়াবে এনডিইউবি ক্রিকেট লীগ

বুলবুলের নামে ফিক্সিং তদন্তের দাবি মিথ্যা : অ্যালেক্স মার্শাল

ফাইনালে আলকারাজের মুখোমুখি জোকোভিচ

ফের রিয়াল-বেনফিকা লড়াই, পিএসজির সামনে মোনাকো

বিশ্বকাপে দুই বাংলাদেশি আম্পায়ার

স্কটল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের ছক্কা

ডি ককের রেকর্ডময় সেঞ্চুরিতে সিরিজ দক্ষিণ আফ্রিকার

ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প শুরু ১ ফেব্রুয়ারি

টিভির পর্দায় নারী বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচসহ আরও যত খেলা