হোম > খেলা

প্রতিদ্বন্দ্বী পেলেন আমিনুল ইসলাম

স্পোর্টস রিপোর্টার

আমিনুল ইসলাম বুলবুল

বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী পেলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ক্যাটাগরি-১-এ পরিচালক পদে ঢাকা বিভাগে তার প্রতিদ্বন্দ্বী হচ্ছেন এসএম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান। একই বিভাগ থেকে পরিচালক পদে নির্বাচন করছেন বিসিবি সহসভাপতি নাজমুল আবেদীন ফাহিম। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন স্বাক্ষর গরমিল থাকায় রেদোয়ানের মনোনয়নপত্র বাতিল হয়েছিল। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে হওয়ার পথে ছিলেন বুলবুল ও ফাহিম। এবার দুজনেই প্রতিদ্বন্দ্বী পেলেন।


বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী ক্যাটাগরি-১-এ জেলা ও বিভাগ থেকে মোট ১০ জন পরিচালক নির্বাচিত হবেন। ঢাকা বিভাগ থেকে দুজন পরিচালক নির্বাচিত হবেন। এই দুই পদে লড়বেন তিনজন। গতকাল মনোনয়নপত্রের বিপরীতে আপিল গ্রহণ ও শুনানি ছিল। এদিন প্রার্থিতা ফিরে পান রেদোয়ান। এদিন রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হাসিবুল আলমও পরিচালক পদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। তবে আপিল গ্রহণের পর শুনানি শেষে রংপুরের হাসানুজ্জামান, রাজশাহীর মেহেদী হাসান পুলক ও চাঁদপুরের শওকত হোসেনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।


প্রার্থিতা ফিরে পাওয়ার রেদুয়ান সংবাদ মাধ্যমকে বলেন, ‘নির্বাচনের কয়েক দিন বাকি। আমি কাউন্সিলরদের সঙ্গে কথা বলছি। কাউন্সিলররা বেশ সাড়া দিচ্ছে। তবে নির্বাচনের বিষয় আদালতে গড়িয়েছে। কোর্টের নির্দেশে নির্বাচন কোন দিকে যায়, সেটা বলা মুশকিল।’

বিজয় দিবসে মুশফিকুর-শরিফুলদের শুভেচ্ছা

৯ কোটি ২০ লাখে কলকাতা নাইট রাইডার্সে মোস্তাফিজ

মেসি-কাণ্ডে অব্যাহতি চাইলেন কলকাতার ক্রীড়ামন্ত্রী

নারীদের বর্ষসেরা সাবালেঙ্কা

অবৈধ বোর্ড, পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবি সংগঠকদের

সিরিজ ফয়সালার লড়াইয়ে নামছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড

যুব বিশ্বকাপের খেলা দেখবেন টিভিতে

১০ ম্যাচের মধ্যে হলো মোটে তিন ম্যাচ!

দুই বিমারে শেষ শাহিনের ওভার!

মেক্সিকো-দক্ষিণ কোরিয়ার ও দক্ষিণ আফ্রিকার লড়াই