বাংলাদেশের ফুটবলের চিত্রটাই পাল্টে দিয়েছেন হামজা চৌধুরী। লাল-সবুজের ফুটবলে সৃষ্টি হয়েছে নতুন উন্মাদনার জোয়ার। দেশে এসেই ভক্ত-সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি।
যার প্রভাব পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। ফেসবুকের মতো ইনস্টাগ্রামেও বেড়েছে হামজা অনুসারীর সংখ্যা। দেশের প্রথম ফুটবলার হিসেবে তার অনুসারী বেড়ে দাঁড়িয়েছে এক মিলিয়ন বা ১০ লাখে।
নিজের ফেসবুক পেজে এক পোস্টে হামজা খবরটি দিয়েছেন ঠিক এভাবে- ‘ইনস্টাগ্রামে এক মিলিয়ন অনুসারী হয়েছে, আলহামদুলিল্লাহ্। আপনাদের সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ, আমি সত্যিই অনেক কৃতজ্ঞ।’
তার আগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার এক মাস পূর্ণ হওয়ার আগেই ফেসবুকে হামজার অনুসারী এক মিলিয়ন ছাড়িয়ে যায়।