আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ১৪ সদস্যের দল দিয়েছে বোর্ড। সবশেষ খেলা টেস্ট দলে নেই কোনো পরিবর্তন। শ্রীলঙ্কা সফর করা টেস্ট দলই রাখা হয়েছে আইরিশ সিরিজের জন্য।
আগামী ৬ নভেম্বর ঢাকায় পা রাখবেন আয়ারল্যান্ডের ক্রিকেটাররা। ৮ নভেম্বর থেকে অনুশীলন শুরু করবে অতিথি দলটি। ১১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে প্রথম টেস্ট ম্যাচ।
সিরিজের দ্বিতীয় টেস্ট হবে ১৯ নভেম্বর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এই সিরিজে দারুণ এক কীর্তি অপেক্ষা করছে মুশফিকুর রহিমের জন্য। ইনজুরি হানা না দিলে ১০০তম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করে ফেলবেন বাংলাদেশের অভিজ্ঞ এ ব্যাটসম্যান।
টেস্ট সিরিজ শেষে দুদল চট্টগ্রামে খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচগুলো তিনটি হবে ২৭ ও ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর।
বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, এবাদত হোসেন চৌধুরী ও হাসান মুরাদ।