হোম > খেলা

ইউরোপিয়ান ফুটবল উন্মাদনা শুরু আজ

স্পোর্টস ডেস্ক

প্রাক-মৌসুম প্রস্তুতি শেষ। ক্লাবগুলো সেরে নিয়েছে শেষ সময়ের অনুশীলনও। কারণটা সবার জানা- নতুন মৌসুমের মাঠের লড়াইয়ের দামামা যে বেজে গেছে। এবার মাঠে নামার পালা। ফুটবল অনুরাগীদের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে অবশেষে। ক্রীড়াপ্রেমীদের সামনে চলে এসেছে রাত জেগে ফুটবল রোমাঞ্চের ঢেউয়ে ভেসে যাওয়ার উপলক্ষ। গ্যালারিতে বসে, নয়তো টিভির পর্দায় ম্যাচ উপভোগের সুযোগ এখন সামনে। আজ মাঠে গড়াচ্ছে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের তিনটিÑইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা ও ফরাসি লিগ ওয়ান।

ইংলিশ প্রিমিয়ার লিগ

আজ রাতে পর্দা উঠতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৫-২৬ মৌসুমের। লিগের ১২৭তম আসরের প্রথম ম্যাচে আজ রাত ১টায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে আতিথ্য নেবে এএফসি বোর্নমাউথ। এবারের আসরেও খেলবে ২০টি ক্লাব। লিগ শিরোপা জয়ের মিশন শেষ হবে ২০২৬ সালের ২৪ মে। এবার ইংলিশ লিগের পুরো মৌসুমজুড়ে থাকছে সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তি। বদলে যাচ্ছে লিগের অফিসিয়াল বল। নাইকের পরিবর্তে এবার খেলা হবে পুমার দেওয়া বলে। এবার চ্যাম্পিয়নশিপ লিগ প্রিমিয়ার লিগে খেলার টিকিট পেয়েছে লিডস ইউনাইটেড, বার্নলি ও সান্ডারল্যান্ড।

লা লিগা

স্প্যানিশ লা লিগার ৯৫তম মৌসুমও শুরু হচ্ছে আজ রাতে। ৩৮ ম্যাচের এই লিগটিও শেষ হবে ২০২৬ সালের ২৪ মে। ২০২৫-২৬ মৌসুমে লা লিগায় খেলার যোগ্যতা অর্জন করেছে লেভান্তে, এলচে ও রিয়াল ওভেইদো। আজ রাত ১১টায় জিরোনা-ভায়েকানোর মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টুর্নামেন্টটি।

ফরাসি লিগ ওয়ান

ফরাসি লিগ ওয়ানের ৮৮তম আসরের মাঠের লড়াইও আরম্ভ হচ্ছে আজ রাতে। চ্যাম্পিয়নস লিগজয়ী প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) খেলা এই লিগে খেলবে ১৮টি ক্লাব। ম্যাচ হবে সব মিলিয়ে ৩৪টি। লিগের খেলা শেষ হবে ২০২৬ সালের ১৬ মে। ২০২৫-২৬ মৌসুমে ফ্রান্সের শীর্ষ ফুটবল লিগ টুর্নামেন্টে জায়গা করে নিয়েছে লরিয়েন্ত, প্যারিস এফসি ও মেটজ। প্রথম ম্যাচে রেঁনে মুখোমুখি হবে অলিম্পিক মার্সেইয়ের। ম্যাচ শুরু হবে রাত ১২টা ৪৫ মিনিটে।

জার্মান লিগ বুন্দেসলিগা শুরু হচ্ছে ২২ আগস্ট। আর ইতালিয়ান লিগ সেরি এ মাঠে গড়াবে ২৩ আগস্ট। আর চ্যাম্পিয়নস লিগ ১৬ সেপ্টেম্বর, ইউরোপা লিগ ২৪ সেপ্টেম্বর ও কনফারেন্স লিগের লড়াই আরম্ভ হবে ২ অক্টোবর।

ইংল্যান্ডের কাছে হারল শ্রীলঙ্কা

বিপিএল শেষ পারিশ্রমিক বাকি

শিরোপা নয়, খেলোয়াড়ের খোঁজে কোচ বাটলার

টিভির পর্দায় পাকিস্তান-অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-টোয়েন্টিসহ আরও যত খেলা

বাংলাদেশকে বাদ দেওয়া বুচারের চোখে ‘নজিরবিহীন’

শনিবার থেকে মাঠে গড়াবে এনডিইউবি ক্রিকেট লীগ

বুলবুলের নামে ফিক্সিং তদন্তের দাবি মিথ্যা : অ্যালেক্স মার্শাল

ফাইনালে আলকারাজের মুখোমুখি জোকোভিচ

ফের রিয়াল-বেনফিকা লড়াই, পিএসজির সামনে মোনাকো

বিশ্বকাপে দুই বাংলাদেশি আম্পায়ার