হোম > খেলা

বার্সাতেই ক্যারিয়ার শেষ করতে চাই

চুক্তি নবায়নের পর রাফিনহা

স্পোর্টস ডেস্ক

এক মৌসুমের ব্যবধানেই রীতিমতো পাশার দান উল্টে গেছে রাফিনহার। মাঠের পারফরম্যান্সে বাজে সময়ের কারণে গত মৌসুম শেষেই বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। হান্সি ফ্লিকের অনুরোধে থেকে গিয়েই করলেন বাজিমাত। দুর্দান্ত খেলে কাতালানদের দারুণ সাফল্যের রূপকার বনে গেছেন। এমন দারুণ একটি মৌসুম পার হওয়ায় রাফিনহার সঙ্গে এক বছরের চুক্তি নবায়ন করেছে বার্সা। যদিও সেই চুক্তির মেয়াদের দিকে নজর নেই তারকা ফুটবলারের। স্প্যানিশ ক্লাবটিতে ক্যারিয়ারের শেষ পর্যন্ত খেলতে চান তিনি।

এবারের মৌসুম সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৫৬ ম্যাচে মাঠে নেমেছেন রাফিনহা। যেখানে জালের দেখা পেয়েছেন ৩৪ বার। এছাড়া সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ২৫ গোল। ইন্টার মিলানের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে বিদায় নিলেও ব্যক্তিগত পারফরম্যান্সে এই প্রতিযোগিতাতেও আলোর ঝলকানি দেখিয়েছেন রাফিনহা। ১৩ গোল করে সের্হো গুইরাসির সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা তিনি। সব মিলিয়ে রাফিনহা এখন ফ্লিকের কাছে যেন সোনার ডিম পাড়া হাঁস। এমন ফর্মে থাকা একজন ফুটবলারের সঙ্গে চুক্তি নবায়ন করতে দুইবার ভাবেনি জায়ান্টরা।

এবারের মৌসুমে স্প্যানিশ লা লিগা, কোপা দেল রের পাশাপাশি স্প্যানিশ সুপার কাপের শিরোপা ঘরে তোলেছে বার্সা। এমন দারুণ সাফল্যে সামনে থেকে অবদান রাখায় অনুমিতভাবেই রাফিনহার সঙ্গে চুক্তি নবায়ন করার কথা ছিল বার্সার। সেটার আনুষ্ঠানিকতা সেরেছে ক্লাবটি। বার্সার সঙ্গে রাফিনহার আগের চুক্তি ছিল ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত। চুক্তি নবায়নের পর এখন ২০২৮ সালের গ্রীষ্ম পর্যন্ত কাতালানদের জার্সিতে দেখা যাবে তাকে।

চুক্তি নবায়নের পর রাফিনহা বলেন, ‘বার্সায় যখন এসেছিলাম তখনকার তুলনায় এখন দায়িত্ব অনেক বেড়ে গেছে। সময়ের সঙ্গে সঙ্গে সবাই আরও পরিপক্ক হয়ে উঠে। এই ক্লাবের ভক্তদের একইভাবে ভালো সময় উপহার দিয়ে যেতে চাই। আমার স্বপ্ন, ক্যারিয়ারের শেষ পর্যন্ত এই ক্লাবের হয়ে খেলে যাওয়া। এজন্য আমি নিজের সেরাটা দিতে প্রস্তুত।’

অস্ট্রেলিয়ার চমক রেনশ, নেই কামিন্স-স্মিথ

বিসিবিতে প্রবেশে সাংবাদিকদের জন্য নতুন ‘কড়া’ নিয়ম

বাজে মাঠ নিয়ে বাটলারের ক্ষোভ

আবরার-শাদাবের ঘূর্ণিতে সিরিজ পাকিস্তানের

পাকিস্তানের বিশ্বকাপ জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত

আল নাসর জয়, হাজারের আরো কাছে রোনালদো

শুরুতেই ভুটানের জালে বাংলাদেশের গোলবন্যা

বিকল্প টুর্নামেন্ট প্রতিযোগিতামূলক করার আশায় বিসিবি

মেলবোর্নের নতুন রাণী রাইবাকিনা

ইংল্যান্ডের কাছে হারল শ্রীলঙ্কা