হোম > খেলা

মেসির জার্সি পাচ্ছেন ইয়ামাল!

স্পোর্টস রিপোর্টার

ইয়ামালের নতুন জার্সি, ছবি: এক্স

বার্সেলোনার ১০ নম্বর জার্সিতে আলাদা একটা ব্যাপার কাজ করে সব সময়। যে কেউ তো আর চাইলেই বিশেষ এই জার্সি গায়ে তুলতে পারেন না। এই জার্সির ওজন আর চাপ যারা বহন করেছেন, তারা সবাই একেকজন কিংবদন্তি। ব্রাজিলের রিভালদো থেকে আর্জেন্টাইন হুয়ান রোমান রিকুয়েলমে আর ব্রাজিলের রোনালদিনহো- ত্রয়ী লিজেন্ডই বার্সায় মাঠ দাঁপিয়ে বেড়িয়েছেন ১০ নম্বর জার্সি গায়ে। তাদের পথ ধরে মেসি বার্সার ১০ নম্বর জার্সি গায়ে মাঠের লড়াইয়ে দ্যুতি ছড়িয়েছেন দীর্ঘ ১৩ বছর। আর্জেন্টাইন এ ফুটবল জাদুকর নিজেকে দাঁড় করেছেন সর্বকালের সেরা খেলোয়াড়দের কাতারে। মেসি ন্যু ক্যাম্প ছাড়ার পর একটি প্রশ্ন অনেক দিন ধরেই ঘুরপাক খাচ্ছিল ফুটবলপ্রেমীদের মনে। মেসির ১০ জার্সিটা কার গায়ে উঠতে যাচ্ছে?

একটা সময় মেসির বিকল্প ভাবা হচ্ছিল আনসু ফাতিকে। শুরুতে মাঠের লড়াইয়ে যেভাবে ঝলক দেখিয়ে যাচ্ছিলেন, তাতে করে সবাই ধরেই নিয়েছিলেন, মেসির জায়গা দখল করে নিতে যাচ্ছেন গিনি-বিসাউয়ের বংশোদ্ভূত এ স্প্যানিশ ফরোয়ার্ড। কিন্তু ১০ নম্বর জার্সির ভারটা ঠিক বহন করতে পারেননি ফাতি। নিজেকে প্রত্যাশামাফিক মেলে ধরতে পারেননি। চোট তাকে ছিটকে দিয়েছে লাইমলাইট থেকে।

বার্সেলোনায় ১০ নম্বর জার্সির ফাতি অধ্যায় শেষ! এবার শুরু হচ্ছে ‘নতুন মেসি’র যুগ। আগামী মৌসুম থেকে ১০ নম্বর জার্সি উঠতে যাচ্ছে লামিনে ইয়ামালের গায়ে। ইউরোপের একাধিক সংবাদমাধ্যম দিয়েছে এমন খবর। ১৭ বছর বয়সেই যেভাবে মাঠে আলো ছড়িয়ে যাচ্ছেন, তাতে করে এ তরুণ তুর্কিকে মেসির বিকল্পই ভাবা হচ্ছে এখন। এত অল্প বয়সেই স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে ও লা লিগার শিরোপা জিতে নিয়েছেন ইয়ামাল। ৫৪ ম্যাচে পেয়েছেন ১৮ গোল। সতীর্থদের গোলে সহায়তা করেছেন ২৫ বার। এখন ১৯ নম্বর জার্সি নিয়ে খেলে রয়েছেন ব্যালন ডি’অর জয়ের দৌড়ে। অনেকে এই মুহূর্তের বিশ্বের সেরা ফুটবলার মানছেন আক্রমণভাগের এ তারকা ফুটবলারকে। ব্যক্তিগত পারফরম্যান্সই বলে দিচ্ছে, ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আর কেউ নয়- ‘ওয়ান্ডার কিড’ খ্যাত লামিনে ইয়ামাল।

ইংল্যান্ডের কাছে হারল শ্রীলঙ্কা

বিপিএল শেষ পারিশ্রমিক বাকি

শিরোপা নয়, খেলোয়াড়ের খোঁজে কোচ বাটলার

টিভির পর্দায় পাকিস্তান-অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-টোয়েন্টিসহ আরও যত খেলা

বাংলাদেশকে বাদ দেওয়া বুচারের চোখে ‘নজিরবিহীন’

শনিবার থেকে মাঠে গড়াবে এনডিইউবি ক্রিকেট লীগ

বুলবুলের নামে ফিক্সিং তদন্তের দাবি মিথ্যা : অ্যালেক্স মার্শাল

ফাইনালে আলকারাজের মুখোমুখি জোকোভিচ

ফের রিয়াল-বেনফিকা লড়াই, পিএসজির সামনে মোনাকো

বিশ্বকাপে দুই বাংলাদেশি আম্পায়ার