ইউরোপিয়ান ফুটবলের দুই হটকেক রিয়াল মাদ্রিদ ও প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। একদল উয়েফা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সবচেয়ে সফল। আরেক দল প্রতিযোগিতার সবশেষ আসরের চ্যাম্পিয়ন। এবার দুই জায়ান্টের দেখা হচ্ছে ক্লাব বিশ্বকাপের মঞ্চে। টুর্নামেন্টটির শেষ চারের দ্বিতীয় ম্যাচে আজ রাতে প্যারিসিয়ানদের বিপক্ষে মাঠে নামবে লস ব্লাঙ্কোসরা। মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
পরিসংখ্যানের বিচারে পিএসজির চেয়ে এগিয়ে রিয়াল। এখন পর্যন্ত ১১ বার মুখোমুখি হয়েছে দুদল। এর মধ্যে ছয়টিতে জিতেছে মাদ্রিদের ক্লাবটি। বিপরীতে পিএসজির জয় তিনটি। বাকি ম্যাচ দুটি ড্র হয়েছে। সবশেষ ২০২২ সালের মার্চে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে মুখোমুখি হয় পিএসজি ও রিয়াল। সে ম্যাচে ৩-১ গোলের জয় তুলে নেয় স্প্যানিশ জায়ান্টরা।
রিয়াল ও পিএসজির আসন্ন ম্যাচটিকে ক্লাব বিশ্বকাপের এবারের আসরের সবচেয়ে জমজমাট লড়াই হিসেবে মনে করা হচ্ছে। মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে পিএসজির সুখস্মৃতিই বেশি। দারুণ একটি মৌসুম শেষে ক্লাব বিশ্বকাপেও তারা পার করছে দারুণ সময়। সেমিফাইনালে আসার পথে হারিয়েছে বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান, অ্যাটলেটিকো মাদ্রিদের মতো ইউরোপ সেরা কয়েকটি ক্লাবকে। বিপরীতে গ্রুপ পর্বে ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগোর কাছে হেরে যায় লুইস এনরিকের শিষ্যরা।
যদিও রিয়ালের পথটা এতটা কঠিন ছিল না। আল হিলালের সঙ্গে ড্রয়ের পর পাচুকা, আরবি সালজবুর্গ, জুভেন্টাস ও বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে শেষ চারে পৌঁছে যায় জাবি আলোনসোর দল। এবার টুর্নামেন্টে সবচেয়ে কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়ে আছে রিয়াল।
আসন্ন ম্যাচের মধ্য দিয়ে সাবেক ক্লাব পিএসজির মুখোমুখি হচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। অনেক বিতর্কের পর ২০২৪-২৫ মৌসুমে রিয়ালে যোগ দেন ফরাসি ফরোয়ার্ড। সাবেক ক্লাবের বিপক্ষে এমবাপ্পে কেমন খেলেন সেটা নিয়েও বাড়তি আগ্রহ থাকবে সমর্থকদের।