হোম > খেলা

‘মুশফিকের’ ম্যাচে চাওয়া শুধুই জয়

স্পোর্টস রিপোর্টার

মিরপুরে ক্রিকেট ম্যাচে মানেই খেলা শুরুর আগে উইকেট নিয়ে বাড়তি আলোচনা-চর্চা। তবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে আজ থেকে শুরু হওয়া মিরপুর টেস্টের পুরো আলো শুধু একজনের ওপরÑমুশফিকুর রহিম! এই টেস্ট দিয়েই আজ প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলবেন তিনি। শুধু ম্যাচের আলোই নয়, এই টেস্ট ম্যাচটাই যে এখন মুশফিকের সেঞ্চুরি টেস্ট-এই নতুন নাম পেয়ে গেছে! এমন স্মরণীয় ম্যাচে জয় ব্যতীত কোনো চিন্তা করছে না বাংলাদেশ দল।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনজুড়ে ছিল শুধুই মুশফিকের কথা। তাতেই স্পষ্ট মুশফিকের প্রভাব কতটা বেশি এই ম্যাচে। মুশফিকের এই ম্যাচে বাংলাদেশ দলের পারফরম্যান্স কিংবা অন্যদের নিয়ে আলোচনা হয়নি বললেই চলে। তবে আলোচনায় ছিল উইকেট।

এই উইকেট নিয়ে কোচ সিমন্স জানান, উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের চেয়ে ভালো উইকেট। অন্তত প্রথম দুই কিংবা আড়াই দিন উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো থাকবে। প্রেসবক্স থেকে উইকেটের সবুজাভ দেখে সিমন্সে কথার খানিকটা যৌক্তিকতা খুঁজে পাওয়া গেছে। এই উইকেটে বাংলাদেশ একাদশে দেখা মিলতে পারে তিন পেসারের। ব্যাটিং অর্ডারে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। সিলেটে আইরিশদের বিপক্ষে থাকা ব্যাটারদের দারুণ ছন্দে ভরসা রাখতে পারে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

অন্যদিকে আয়ারল্যান্ড কোচ হেনরিখ মালানের বিশ্বাস মিরপুরের উইকেট হবে স্পিন নির্ভর। সেই বিশ্বাসে ভর করে একাদশে এক পরিবর্তন আনতে পারে সফরকারীরা। ক্রেইগ ইয়ংয়ের বদলি হিসেবে আইরিশ একাদশে সুযোগ মিলতে পারে গ্যাভিন হোয়ের। তবে স্পিন নির্ভর একাদশ সাজালেও মিরপুরের এই মাঠে আইরিশদের অতীত স্মৃতি মোটেও সুখকর নয়। এই মাঠে ২০২৩ সালে খেলা একমাত্র টেস্টে বাংলাদেশের কাছে হেরেছিল। সে ম্যাচে বাংলাদেশের হয়ে দারুণ ছন্দে ছিলেন মুশফিক। এবার ফের জ্বলে উঠুক তার ব্যাট, সেটাই প্রত্যাশা সবার। কারণ এই ম্যাচ শুরুর আগে থেকেই যে সবকিছুই মুশফিকময়!

টিভির পর্দায় ভারত-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিসহ আরও যত খেলা

বিশ্বকাপ প্রশ্নে উত্তরহীন লিটন

বৃষ্টিতে ভাসল যুবাদের ম্যাচ

ফাইনালে ‘বিসিবির’ দল চট্টগ্রাম

হাই ভোল্টেজ ম্যাচের তারা খালেদ

ক্লাবগুলোর অনুরোধেই ফুটবল লিগ স্থগিত

শেষ বলের রোমাঞ্চে ফাইনালের আশায় সিলেট

সাফ ফুটসালে দ্বিতীয় জয় বাংলাদেশের

আইসিসির অযৌক্তিক শর্ত আমরা মানব না: ক্রীড়া উপদেষ্টা

মেলবোর্নে সিনার-ওসাকার দাপট