হোম > খেলা

সময়ের হাতে ছেড়ে দিলেন তাসকিন

প্রসঙ্গ জাতীয় দলের নেতৃত্ব

স্পোর্টস রিপোর্টার

বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে অল্প সময়েই নিজের নেতৃত্বগুণের পরিচয় দিয়েছেন তাসকিন আহমেদ। তাই বলে এখনই বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কত্ব নিয়ে ভাবছেন না এই পেসার। বিষয়টিকে সময়ের হাতে ছেড়ে দিয়েছেন তিনি।

সাম্প্রতিক সময়ে এনামুল হক বিজয়কে সরিয়ে তাসকিনের কাঁধে অধিনায়কত্বের ভার তুলে দেয় রাজশাহী। তার নেতৃত্বে প্রথম ম্যাচে হারার পর রংপুর রাইডার্সের বিপক্ষে টানা দুই জয় তুলে নেয় পদ্মাপাড়ের ফ্রাঞ্চাইজিটি। তাই প্লে অফের দৌঁড়ে টিকে আছে তারা।

জাতীয় দলের অধিনায়ক ইস্যুতে তাসকিন বলেন, ‘এসব তো দেরি আছে (হাসি)। আপাতত প্রসেসেই থাকতে চাই। আমাদের আরও ম্যাচ আছে। যখণ সময় হবে তখন দেখা যাবে। তকদির বলেও তো একটা কথা আছে। সামনে অনেক ক্রিকেট খেলা আছে। একজন ক্রিকেটার হিসেবে আমি উপভোগ করে যেতে চাই এবং উন্নতির ধারা রাখতে চাই। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন। আসলে অধিনায়কত্ব নিয়ে চিন্তা করছি না। যদি কখনও সুযোগ আসে তখন দেখা যাবে।’

তুলনামূলক কম শক্তির দল, পারিশ্রমিকসহ নানা বিতর্কে এমনিতেই বেশ চাপে রাজশাহী। এমন পরিস্থিতিতে দল জিতলে আত্মবিশ্বাস বেড়ে যায় বলে মনে করেন তাসকিন, ‘সমস্যার মধ্যে থেকে খেলাটা সামনে কাজে দেবে। চাপের মধ্যে ভালো ক্রিকেট খেলতে পারলে সেটা সামনে নিশ্চয় আরও ভালো কিছু বয়ে আনবে।’

বাংলাদেশকে বাদ দেওয়া বুচারের চোখে ‘নজিরবিহীন’

শনিবার থেকে মাঠে গড়াবে এনডিইউবি ক্রিকেট লীগ

বুলবুলের নামে ফিক্সিং তদন্তের দাবি মিথ্যা : অ্যালেক্স মার্শাল

ফাইনালে আলকারাজের মুখোমুখি জোকোভিচ

ফের রিয়াল-বেনফিকা লড়াই, পিএসজির সামনে মোনাকো

বিশ্বকাপে দুই বাংলাদেশি আম্পায়ার

স্কটল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের ছক্কা

ডি ককের রেকর্ডময় সেঞ্চুরিতে সিরিজ দক্ষিণ আফ্রিকার

ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প শুরু ১ ফেব্রুয়ারি

টিভির পর্দায় নারী বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচসহ আরও যত খেলা