সিলেট টেস্ট
সিলেট টেস্টেও প্রথম দিন কার হলো? এই প্রশ্নের উত্তরে বাংলাদেশ-আয়ারল্যান্ড দু’দলের মুখেই হাসি দেখা গেল। টস জিতে আয়ারল্যান্ডের স্কোর ৮ উইকেটে ২৭০। ম্যাচের প্রথম ওভারে উইকেট হারানোর পর প্রথমদিনের হিসেবে স্কোরটা মন্দ নয় তেমন। তাই হাসছে আয়ারল্যান্ড। আর টেস্ট ম্যাচের প্রথমদিনই প্রতিপক্ষের ৮ উইকেট তুলে নিয়ে রান তিনশ’র নিচে আটকে রাখাটাও কৃতিত্বের কাজ। সেই আনন্দে বাংলাদেশও খুশিতে।
হিসেবের পাল্লায় সমান ভর নিয়ে শেষ হলো সিলেট টেস্টের প্রথমদিন। তবে গোটা দিনে সবমিলিয়ে ৪টা ক্যাচ মাটিতে ফেলে বাংলাদেশের আক্ষেপটও রইলো বেশ। ক্যাচগুলো নিতে পারলে দুশোর নিচেই গুটিয়ে দেওয়া যেত আইরিশদের- এই দুঃখ নিয়েই প্রথমদিন মাঠ থেকে ফিরল স্বাগতিকরা।
৪ ক্যাচ মিসের মধ্যে ৩টিই আবার দিনের সকালের সেশনের পড়ল। তাও আবার ৬ ওভারের মধ্যেই!
প্রথম সেশনে ১ উইকেট হারিয়ে আয়ারল্যান্ড তুলল ৯৪ রান। দ্বিতীয় সেশনে এসে কিছুটা খেই হারাল তারা। ৪ উইকেটে ১৮৪ রান নিয়ে চা বিরতিতে গেল তারা। শেষ সেশনেও বাংলাদেশ আরো চার উইকেট তুলে নেয়। ৮ উইকেটে ২৭০ রান নিয়ে ফিরল আয়ারল্যান্ড।
টপঅর্ডারে ওপেনার পল স্টার্লিং এবং জীবনের প্রথম টেস্ট খেলতে নামা ক্যাড কারমাইকেল হাফসেঞ্চুরি পান। পল স্টার্লিং শুরু করেছিলেন কিছুটা আক্রমনাত্মক কায়দায়। লাঞ্চের পর নাহিদ রানা ফেরান তাকে। অফস্ট্যাম্পের বাইরের বল খেলতে গিয়ে ¯িøপে ক্যাচ দিয়ে ফিরলেন স্টার্লিং ৬০ রানে। ওয়ানডাউনে খেলতে নেমে নিজের অভিষেক টেস্ট ইনিংসকে স্মরণীয় করে রাখলেন কারমাইকেল। ১২৯ বলে তার ৫৯ রানের ইনিংস জানালো এই ফরমেটের ক্রিকেটে লম্বা সময়ের জন্যই খেলতে এসেছেন ডানহাতি কারমাইকেল। মিডলঅর্ডারে হ্যারি ট্রাক্টর ব্যর্থ হলেন। কিন্তু পরের দুই ব্যাটার কার্টিস ক্যাম্পপার ও লোরকান টাকার মাঝের সঙ্কট কাটিয়ে দলের স্কোর দুশোর ওপর নিয়ে যান। দুজনে অবশ্য হাফসেঞ্চুরির আশপাশ থেকে ঘুরে আসেন।
সিলেট টেস্টের প্রথমদিনের উইকেট থেকে বোলাররা বাড়তি কোনো সুবিধা পাননি। আয়ারল্যান্ডের ৮ উইকেটের মধ্যে ৬টি শিকার করেন বাংলাদেশের স্পিনাররা। ৫০ রানে ৩ উইকেট নিয়ে এই তালিকায় মেহেদি হাসান মিরাজ টপে। নিজের টেস্ট অভিষেকের প্রথমদিনে হাসান মুরাদও সাফল্যের হাসি হাসেন। ২০ ওভাওে ৫ মেডেনসহ ৪৭ রানে ২ উইকেট পান এই বাঁহাতি।
আজ ম্যাচের দ্বিতীয়দিনের সকালের সেশনেই নিজেদের ব্যাটিংটা শুরু করতে চায় বাংলাদেশ। অন্যদিকে আয়ারল্যান্ড অপেক্ষায় থাকছে স্কোরবোর্ডে ৩০০ রান তোলার।
সংক্ষিপ্ত স্কোর
আয়ারল্যান্ড (প্রথমদিন শেষে) : ২৭০/৮ (৯০ ওভারে, স্টার্লিং ৬০, কারমাইকেল ৫৯, ক্যাম্ফার ৪৪, টাকার ৪১, নেইল ৩০, মিরাজ ৩/৫০, মুরাদ ২/৪৭)।