এনসিএল
জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের প্রথম দিন সেঞ্চুরি হাঁকিয়েছেন রাজশাহীর সানজামুল ইসলাম। আর ফাইফার পেয়েছেন রংপুরের রবিউল। আজ শুরু হয়েছে টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডের তিনটি ম্যাচ। রাউন্ডের অন্য ম্যাচটি মাঠে গড়াবে আগামীকাল।
রাজশাহীতে ৯ উইকেটের বিনিময়ে ২৭৫ রান সংগ্রহ করেছে রাজশাহী। তাদের প্রতিপক্ষ ঢাকা বিভাগ। ব্যক্তি সর্বোচ্চ ১১২ রানের দারুণ এক ইনিংস খেলেছেন সানজামুল ইসলাম। বাকি ব্যাটসম্যানদের কেউ হাফসেঞ্চুরিরও দেখা পাননি। তিনে নেমে সানজামুল বলতে গেলে একাই দলকে টেনে তোলেন। দুর্দান্ত ব্যাটিংয়ে পেয়েছেন সেঞ্চুরি। প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। ৪৭ রান এনে দেন সাব্বির রহমান। স্পিন ভেলকিতে ৪ উইকেট পেয়েছেন ঢাকার আশরাফুল ইসলাম।
বগুড়ায় একাই ৫ উইকেট শিকার করেছেন রংপুরের রবিউল হক। তার পেস তোপে ১৯৬ রানে গুটিয়ে গেছে বরিশাল। দলটির হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৮০ রানের ইনিংস খেলেন ফজলে রাব্বি। বরিশালের অন্য কোনো ব্যাটসম্যান ৩০ রানের স্কোরেও পৌঁছাতে পারেননি। তিন উইকেট নিয়েছেন পেসার মুকিদুল ইসলাম।
স্বাগতিক চট্টগ্রামের বিপক্ষে হাফসেঞ্চুরি পেয়েছেন ময়মনসিংহের আইচ মোল্লা ও শুভাগত হোম। সুবাদে তাদের দল প্রথম দিন শেষে ৮ উইকেটে সংগ্রহ করেছে ২৭১ রান।
১০৬ রান তুলে ৫ উইকেট খুইয়ে ফেলেছিল ময়মনসিংহ। পরে অধিনায়ক শুভাগতর সঙ্গে ৯৬ রানের দারুণ এক পার্টনারশিপ গড়ে দলকে বিপদমুক্ত করে আইচ মোল্লা। ৬৫ রান করে আউট হন আইচ। আর ৫৪ রান এনে দেন শুভাগত। তিনটি উইকেট পেয়েছেন অফ স্পিনার নাঈম।