হোম > খেলা

দারুণ ব্যাটিং করে বাছাইপর্বের সেরা একাদশে জ্যোতি-শারমিন

স্পোর্টস রিপোর্টার

নারী বিশ্বকাপ বাছাইয়ে তিন জয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। বিশ্বকাপে জায়গা করে নেওয়ার মিশনে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন নিগার সুলতানা জ্যোতি ও শারমিন আক্তার। সেটার স্বীকৃতি পেলেন তারা। আইসিসি নির্বাচিত বিশ্বকাপ বাছাইপর্বের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন জ্যোতি ও শারমিন। এছাড়া রিজার্ভ খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছেন বাংলাদেশের আরেক ক্রিকেটার রাবেয়া খান।

বাছাইপর্বের সেরা তিন রান সংগ্রাহকের মধ্যে আছেন জ্যোতি ও শারমিন। তিন অর্ধশতকে ২৬৬ রান করেছেন শারমিন। তালিকার দুইয়ে আছেন তিনি। এক সেঞ্চুরি ও দুই ফিফটিতে ২৪১ রান করেছেন জ্যোতি। রান সংগ্রাহকদের তালিকার তিনে আছেন বাংলাদেশ অধিনায়ক। তাকে নির্বাচিত একাদশের উইকেটরক্ষক হিসেবে রেখেছে আইসিসি। বাছাইপর্বে দুটি ক্যাচ নেওয়ার পাশাপাশি তিনটি স্ট্যাম্পিং করেছেন জ্যোতি।

রিজার্ভ খেলোয়াড় হিসেবে জায়গা পাওয়া রাবেয়া বল হাতে নিয়েছেন ছয় উইকেট। যদিও উইকেটের সংখ্যার কারণে নয়, নিয়ন্ত্রিত বোলিং করায় তাকে দ্বাদশ খেলোয়াড় হিসেবে বেছে নিয়েছে আইসিসি। ওভারপ্রতি ৩.৭২ ইকোনমিতে রান দিয়েছেন লেগস্পিানর রাবেয়া।

বাছাইপর্বে পাঁচ ম্যাচের সবকটিতে জিতে সবার আগে বিশ্বকাপের মূল পর্বে পা রাখে পাকিস্তান। দলটি থেকে চারজন সেরা একাদশে জায়গা পেয়েছেন। তারা হলেন ফাতিমা সানা, সাদিয়া ইকবাল, নাশরা সান্ধু ও মুনিবা আলি। একাদশের নেতৃত্বে পেয়েছেন ফাতিমা।

সেরা একাদশের জন্য ওয়েস্ট ইন্ডিজ থেকে হ্যালি ম্যাথিউস, শিনেলে হেনরি ও আলিয়া অ্যালেইনকে বেছে নিয়েছে আইসিসি। একাদশের বাকি দুই জন জায়গা পেয়েছেন স্কটল্যান্ড থেকে। এরা হলেন ক্যাথরিন ফ্রেজার ও ক্যাথরিন ব্রাইস।

একনজরে নারী বিশ্বকাপ বাছাইর্বের সেরা একাদশ: ফাতিমা সানা (অধিনায়ক), সাদিয়া ইকবাল, নাশরা সান্ধু ও মুনিবা আলি, নিগার সুলতানা জ্যোতি, শারমিন আক্তার, হ্যালি ম্যাথিউস, শিনেলে হেনরি, আলিয়া অ্যালেইন, ক্যাথরিন ফ্রেজার ও ক্যাথরিন ব্রাইস।

বিজয় দিবসে মুশফিকুর-শরিফুলদের শুভেচ্ছা

৯ কোটি ২০ লাখে কলকাতা নাইট রাইডার্সে মোস্তাফিজ

মেসি-কাণ্ডে অব্যাহতি চাইলেন কলকাতার ক্রীড়ামন্ত্রী

নারীদের বর্ষসেরা সাবালেঙ্কা

অবৈধ বোর্ড, পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবি সংগঠকদের

সিরিজ ফয়সালার লড়াইয়ে নামছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড

যুব বিশ্বকাপের খেলা দেখবেন টিভিতে

১০ ম্যাচের মধ্যে হলো মোটে তিন ম্যাচ!

দুই বিমারে শেষ শাহিনের ওভার!

মেক্সিকো-দক্ষিণ কোরিয়ার ও দক্ষিণ আফ্রিকার লড়াই